কলকাতা: কুয়াশার জেরে বাতিল করা হয়েছে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। সেই সব ট্রেনের তালিকা আগেই প্রকাশ পেয়েছে। এবার সামনে এল লোকাল ট্রেনের তালিকা। তিনদিন ধরে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। রাজ্যের বাসিন্দাদের একটা বড় অংশ প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। স্কুল, কলেজ বা অফিস যাওয়ার জন্য অনেকেরই কাছেই যাতায়াতের মাধ্যম এটি।
তবে লোকাল ট্রেন বাতিলের কারণ কুয়াশা নয়। বাহিরখণ্ড-তারকেশ্বর লাইনে একটি ব্রিজে মেরামতির কাজ হবে বলে বন্ধ রাখা হচ্ছে রেল পরিষেবা। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার এই লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হচ্ছে।
শনিবার যে সব ট্রেন বাতিল থাকছে-
হাওড়া থেকে তারকেশ্বর রুটের 37349 ও 37351 নম্বর ট্রেন।
তারকেশ্বর থেকে হাওড়া রুটের 37354 নম্বর ট্রেন।
রবিবার যে সব ট্রেন বাতিল থাকছে-
আপ লাইনের ট্রেনগুলি হল-
হাওড়া থেকে তারকেশ্বর: 37309, 37311, 37313, 37315, 37317
শেওড়াফুলি থেকে তারকেশ্বর: 37411, 37415
হাওড়া থেকে আরামবাগ: 37359
হাওড়া থেকে গোঘাট: 37371
ডাউন লাইনের বাতিল হওয়ার ট্রেনগুলি হল
তারকেশ্বর থেকে হাওড়া: 37312, 37314, 37316, 37318, 37320, 37322
তারকেশ্বর থেকে শেওড়াফুলি: 37412, 37416
আরামবাগ থেকে হাওড়া: 37360
গোঘাট থেকে হাওড়া: 37372
এছাড়া তারকেশ্বর-হাওড়া রুটের 37324 ইএমইউ লোকাল ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। সকাল ৯টা ৩২ মিনিটের বদলে ট্রেনটি ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে।