
উত্তরবঙ্গে পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে। আবহাওয়ার উন্নতি হয়েছে অনেকটাই। নতুন করে বৃষ্টি না হওয়ায় উদ্ধারকাজ চলছে পুরোদমে। কিন্তু কোনও ঝুঁকি না নিয়ে রেল ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। অনেক ট্রেন আগেই বাতিল করা হয়েছিল। সোমবার ফের নতুন করে ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।
রেলের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার ডিভিশনের অধীনে থাকা বেশ কিছু লাইনে জল ঢুকে গিয়েছে। ফলে ট্রেন চালানো যাচ্ছে না। এই কারণে বেশ কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি, কিছু ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বাতিল হওয়া ট্রেনের তালিকা:
১. ৭ ও ৮ অক্টোবর বাতিল থাকবে বনগাঁইগাঁও-নিউ জলপাইগুড়ি।
২. ৭ ও ৯ অক্টোবর বাতিল থাকবে নিউ জলপাইগুড়ি-বনগাঁইগাঁও।
৩. ৮ অক্টোবর বাতিল থাকবে শিলিগুড়ি জংশন-বামনহাট।
৪. ৭ ও ৯ অক্টোবর বাতিল থাকবে বামনহাট-শিলিগুড়ি জংশন।
৫. ৭ ও ১৫ অক্টোবর বাতিল থাকবে নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার।
৭ অক্টোবর যে সব ট্রেন ঘুরিয়ে অন্য রুটে চালানো হবে
১. নিউ আলিপুর-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস।
২. বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস।
৩. কামাক্ষ্যা-আনন্দ বিহার নর্থ ইস্ট এক্সপ্রেস।
৪. গুয়াহাটি- হাওড়া সরাইঘাট এক্সপ্রেস।
৫. গুয়াহাটি- এসএমভিটি এসএফ এক্সপ্রেস।
৬. গুয়াহাটি-লোকমান্য তিলক টার্মিনাস মুম্বই এলটিটি এক্সপ্রেস।
৭. তিনসুকিয়া-অমৃতসর অমৃতসর এক্সপ্রেস।
৮. নাহারলাগুন-সেকেন্দ্রাবাদ স্পেশাল।
৯. কামাক্ষ্যা- গোমতী নগর এক্সপ্রেস।
গত শনিবার রাত থেকে বৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা হয় ডুয়ার্সের। বেশ কিছু জায়গায় সাড়ে তিনশো মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তার জেরে পাহাড়ে ধস নামতে শুরু করে। তার মধ্যে ভুটানে প্রবল বৃষ্টি হওয়ায় জল বাড়ে উত্তরবঙ্গে।