Howrah Station: বাতিল একের পর এক ট্রেন, উদ্বেগে হাজার হাজার যাত্রী! হাওড়ায় নামল RAF

Howrah Station: সূত্রের খবর, সম্প্রতি সাঁতরাগাছিতে ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। সেই ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা সম্ভব নয় বলে মনে করছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা।

Howrah Station: বাতিল একের পর এক ট্রেন, উদ্বেগে হাজার হাজার যাত্রী! হাওড়ায় নামল RAF
হাওড়ায় বাড়ছে নিরাপত্তা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 20, 2025 | 3:58 PM

কলকাতা: সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাট। তার জেরেই চরম ভোগান্তি হাওড়া-খড়গপুর শাখার যাত্রীদের। বাতিল প্রায় ২০০ লোকাল-এক্সপ্রেস। হাওড়ার নিউ কমপ্লেক্সে বাড়ছে যাত্রীদের ভিড়। সকলের মুখেই উদ্বেগের ছাপ স্পষ্ট। কখন ট্রেন ছাড়বে, কখন পৌঁছাবেন গন্তব্যে, তার জবাব নেই কারও কাছেই। বন্দে ভারত এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের মতো একাধিক ট্রেনের সময়সীমা বদলে গিয়েছে। বাতিল থাকছে 12021/12022 জন শতাবব্দী এক্সপ্রেস। বাতিল 12858 দিঘা-হাওড়া, 22897 হাওড়া-দিঘা। এছাড়াও হাওড়া  হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। 

সূত্রের খবর, সম্প্রতি সাঁতরাগাছিতে ইন্টারলকিংয়ের কাজ হয়েছিল। সেই ইন্টারলকিং সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে। নতুন করে সংস্কার ছাড়া ওই শাখায় পরিষেবা চালু করা সম্ভব নয় বলে মনে করছেন দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। ইতিমধ্যেই জোরকদমে নন-ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে। তার জেরেই একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করার পাশাপাশি কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। তাতেই গরমে চরম ভোগান্তিতে যাত্রীরা। হাওড়ার নিউ কমপ্লেক্সে আটকে পড়েন হাজার হাজার যাত্রী। 

এক যাত্রী তো তো বলছেন, “এত ভিড় হাওড়ায় যে বসার জায়গা পর্যন্ত নেই। নিচে বসতে হচ্ছে বাচ্চাদের নিয়ে।” আর এক যাত্রী বলছেন, “আমি শতাব্দীতে পুরী যাব বলে এসেছিলাম। কিন্তু, এসে দেখছি ট্রেন লেট।” পাশে দাঁড়িয়ে আর যাত্রী ততক্ষণে ফ্লাইটের টিকিট দেখতে শুরু করেছেন। তাঁর কাছে যেতেই জানা গেল তিনি বেঙ্গালুরু যাওয়ার জন্য রওনা হয়েছেন। কিন্তু, ট্রেন না আসায় এখন তিনি বিমানের টিকিট দেখতে শুরু করেছেন। উদ্বেগের সঙ্গেই তিনি বলছেন, “আর তো কোনও অপশন দেখছি না। আমার মেয়ের চিকিৎসার জন্য যাচ্ছিলাম। সকাল ১০টার পর ট্রেন ছিল, কিন্তু এখনও আসেনি। তাই ফ্লাইটের টিকিট দেখছি।” অন্যদিকে নিরাপত্তা বাড়াতে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে রেল। হাওড়া নিউ কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে র‌্যাফ। রয়েছে রেল পুলিশও।