SIR in Bengal: ম্যাপিংয়ের কাজ শেষ! ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে কোন জেলায় কত মিল?

Election Commission: অনেক ক্ষেত্রেই এটাকে ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ বলে অভিহিত করা হলেও কমিশন কিন্তু এটাকে ‘টেবিল টপ এক্সারসাইজ’ বলে অ্যাখ্য়ায়িত করছে। ২০০২ এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা অর্থাৎ ২০২৫ সালের ভোটার তালিকার কতটা মিল পাওয়া যাচ্ছে তাই খতিয়ে দেখা হল এই প্রক্রিয়ায়।

SIR in Bengal: ম্যাপিংয়ের কাজ শেষ! ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে কোন জেলায় কত মিল?
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Nov 01, 2025 | 5:59 PM

কলকাতা: ঘোষণা হয়ে গিয়েছে এসআইআরের। তার আগেই সিংহভাগ জেলায় শেষ ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ। ২০০২ সালের ভোটার লিস্টের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক ভোটার লিস্ট। আর তাতেই উঠে আসছে চমকপ্রদ তথ্য। কোন জেলায় কত শতাংশ মানুষের ক্ষেত্রে পাওয়া গেল মিল? কিন্তু যাঁদের মিল পাওয়া গেল না, তাঁদেরই বা কী হবে? আর কেনই বা হল না ম্য়াচিং?  অনেক ক্ষেত্রেই এটাকে ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ বলে অভিহিত করা হলেও কমিশন কিন্তু এটাকে ‘টেবিল টপ এক্সারসাইজ’ বলে অ্যাখ্য়ায়িত করছে। এটা আদপেই কমিশনের ইন্টারন্যাল ম্যাটার। ২০০২ এর ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক ভোটার তালিকা অর্থাৎ ২০২৫ সালের ভোটার তালিকার কতটা মিল পাওয়া যাচ্ছে তাই খতিয়ে দেখা হল এই প্রক্রিয়ায়। ২০০২ সালে নাম থেকে থাকলে, এখনও তা আছে কিনা চেক করা হচ্ছে। এদিকে ম্য়াপিংয়ের শুরু থেকেই সীমান্তবর্তী এলাকার তথ্য নিয়ে উদ্বেগ দানা বাঁধছিল। কিন্তু ম্যাপিং শেষে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন