AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah Matribhumi Ladies Local: মাতৃভূমি লোকাল নিয়ে নেওয়া হল সিদ্ধান্ত, খুব শীঘ্রই আসছে বড় পরিবর্তন

Indian Railways: রেলসূত্রে খবর, শিয়ালদহ বিভাগে মাতৃভূমি লোকালগুলি ফাঁকাই যাতায়াত করছে। কার্যত খালি কামরা নিয়েই চলছে ট্রেনগুলি। বর্তমানে আবার লোকাল ট্রেনগুলির পরিকাঠামো আরও উন্নত হয়েছে।

Sealdah Matribhumi Ladies Local: মাতৃভূমি লোকাল নিয়ে নেওয়া হল সিদ্ধান্ত, খুব শীঘ্রই আসছে বড় পরিবর্তন
লেডিস স্পেশাল নিয়ে নেওয়া হল সিদ্ধান্তImage Credit: Facebook
| Edited By: | Updated on: Apr 20, 2025 | 5:55 PM
Share

কলকাতা: মহিলাদের সুবিধার্থে বিশেষ ‘লেডিস স্পেশাল’ ট্রেন বা মাতৃভূমি লোকাল চালু করেছিল রেল। যদিও, হাওড়া ডিভিশনে সেই ট্রেনে দুটি কামরা বরাদ্দ থাকত সাধারণ সকল যাত্রীদের জন্য। তবে রেল জানিয়েছে, এবার থেকে আরও কিছু বগি সংরক্ষিত হবে তাদের জন্য। কিন্তু সেটা হবে এবার শিয়ালদহ শাখায়। চার-পাঁচ-ছয়, এই তিনটি বগি এবার সংরক্ষিত করা হবে। খুব শীঘ্রই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি হবে।

কেন এমন সিদ্ধান্ত?

রেলসূত্রে খবর, শিয়ালদহ বিভাগে মাতৃভূমি লোকালগুলি ফাঁকাই যাতায়াত করছে। কার্যত খালি কামরা নিয়েই চলছে ট্রেনগুলি। বর্তমানে আবার লোকাল ট্রেনগুলির পরিকাঠামো আরও উন্নত হয়েছে। শিয়ালদহ বিভাগ তার প্রায় ৯০০টি উপনগর পরিষেবাকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২টি কোচবিশিষ্ট ইএমইউ-তে রূপান্তর হয়েছে। তাই রেল আশ্বস্ত করেছে, লেডিস স্পেশালে কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের (পুরুষ-মহিলা) জন্য বাড়ালে মহিলা যাত্রীদের নিরাপদ যাত্রা ব্যহত হবে না। তাই যাত্রী সাধারণের কথা মাথায় রেখেই এই পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে মাতৃভূমি লোকালে।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন ধরেই শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে একাংশ পুরুষ যাত্রী প্রতিবাদ করেছিলেন মহিলা কামরা বৃদ্ধি করার জন্য। তাঁদের অভিযোগ ছিল, অফিস টাইমে প্রচুর ভিড় হয়। গাদাগাদি করে যাতায়াত করতে হয় তাঁদের। লেডিজ কামরা বাড়লে, তাতে উঠতে পারেন না পুরুষ যাত্রীরা। সেই কারণেই অবরোধ করেছিলেন তাঁরা। এই আবহের মধ্যেই এবার লেডিস স্পেশাল ট্রেন নিয়ে নেওয়া হল বড় সিদ্ধান্ত।