Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: কে করবে মতুয়া-মেলা? বড় নির্দেশ দিলেন বিচারপতি সিনহা

Matua Mahasangha: আগামী ১৯ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। একইসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, জেলা পরিষদের কাছে সরাসরি একটি আবেদনই জমা পড়েছে এবং সেটি বিবেচনাধীন রয়েছে।

Calcutta High Court: কে করবে মতুয়া-মেলা? বড় নির্দেশ দিলেন বিচারপতি সিনহা
Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 13, 2025 | 4:27 PM

কলকাতা: ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলার অনুমতি নিয়ে জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসারকে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তৃণমূল বিধায়ক মমতাবালা ঠাকুর, দু’পক্ষের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দিয়েছেন, দু’পক্ষের বিষয়টি বিবেচনা করে মেলার অনুমতি বা বাতিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জেলা পরিষদকে।

আগামী ১৯ মার্চের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। একইসঙ্গে হাইকোর্টের পর্যবেক্ষণ, জেলা পরিষদের কাছে সরাসরি একটি আবেদনই জমা পড়েছে এবং সেটি বিবেচনাধীন রয়েছে। ফলে ওই কর্তৃপক্ষকে আইন মেনে পুরো বিষয়টিতে সিদ্ধান্ত নিতে হবে।

আগামী ২৭ মার্চ ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মেলা শুরু হওয়ার কথা। প্রতি বছর জেলাশাসকের সঙ্গে আলোচনা করে ওই মেলার অনুমতি দেন জেলা পরিষদের সভাধিপতি। চলতি বছর মেলার আয়োজন করতে চেয়ে তাঁর কাছে আবেদন জানান, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু। তাঁর বক্তব্য, ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। ওই আবেদন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।

এরপরে মেলার আয়োজন করতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শান্তনু। গত মঙ্গলবার রাজ্যের আইনজীবীর সওয়াল, সম্পত্তি নিয়ে দু’পক্ষের বিবাদ রয়েছে। বিচারপতি সিনহার নির্দেশ ছিল, জেলা পরিষদের সভাধিপতিকে জানাতে হবে মেলার আয়োজন করার অধিকার কার রয়েছে। সেই মতো ওই মেলা নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টে তাঁর বক্তব্য জানান জেলা পরিষদের অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার।