Corona Vaccine: ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা মেয়রের

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 29, 2021 | 7:24 PM

Mayor Firhad Hakim: ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

Corona Vaccine: ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা মেয়রের
সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম। নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: চিন্তা বাড়াচ্ছে রাজ্যের কোভিড গ্রাফ। বাংলায় ফের একদিনে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে হাজারে। তার পর রয়েছে নয়া স্ট্রেইন ওমিক্রনের ভয়। এই প্রেক্ষিতে আগামী ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে পড়ুয়াদের করোনা টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ইতিমধ্যে নোটিসও জারি হয়েছে সরকারি ভাবে। রাজ্যের স্কুলে স্কুলে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে।

২০২২ সালের ৩ জানুয়ারি থেকে শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধবার সাংবাদিক বৈঠকে মেয়র জানান স্কুলে স্কুলে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তাঁরা। কলকাতা পুরসভার বিভিন্ন বরোর নানা স্কুলে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্কুলকেও সে জন্য পরিকাঠামো তৈরি করে রাখার কথা বলেছেন তিনি। এছাড়া চিকিৎসক রাখার কথাও বলেছেন তিনি। মেয়রের কথায়, “প্রাইভেট স্কুলে চিকিৎসকের ব্যবস্থা থাকে। সরকারি স্কুলে আমরাই চিকিৎসকের ব্যবস্থা করব।”

এখন কোভ্যাকসিন দেওয়া হবে ছোটদের। কলকাতার মোট ২৭ টি সেন্টার ও স্কুলে এই টিকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রতিদিন ১৬ টি বরোর ১৬ টি করে স্কুলে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানান। ফিরহাদ আরও জানান, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে পরিকাঠামো তৈরি করে ফেলেছেন তাঁরা।

আবার নতুন বছরের অনুষ্ঠান উদযাপনে যাতে ভিড় না হয়, মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে বলে জানান কলকাতার মেয়র। তিনি বলেন, বাইরে থেকে আসা ব্যক্তিরা অন্তত সাতদিন বাড়িতে থাকুন। জানান, কোভিড কন্টাক্ট ট্রেসিং চলছে।

উল্লেখ্য, রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১। আবার গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি। নতুন করে করোনার দাপট বাড়ছে কলকাতা, দুই ২৪ পরগনায়। এই প্রেক্ষিতে ফের বিধিনিষেধের দিকে যেতে পারে রাজ্য বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি করোনা টিকার প্রিকশন ডোজ় দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২-এর জানুয়ারি থেকে সেই টিকা দেওয়ার কর্মসূচী শুরু হবে। রাজ্যে তার পরিকল্পনাও শুরু হয়েছে ইতিমধ্যেই। কিন্তু এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, ১০০ শতাংশ মানুষের দ্বিতীয় ডোজ় সম্পূর্ণ হওয়ার আগেই কী ভাবে বুস্টার ডোজ় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: COVID 19 in Kolkata: ফিরহাদের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরেই করোনায় আক্রান্ত ৪ নম্বর বরোর চেয়ারম্যান, জ্বর এসেছে আরও অনেকের

আরও পড়ুন: Hooghly: টাচ ফ্রি- পোর্টেবল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে কেন্দ্রের পেটেন্ট পেলেন নবম শ্রেণির অভিজ্ঞান 

Next Article