
কলকাতা: হাওয়া অফিস বলছে হতে পারে তুমুল বৃষ্টি। ইতিমধ্য়েই বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। নিম্নচাপের জেরে নবমী থেকেই দুর্যোগ বাংলায়। বর্তমানে পুরী থেকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে এই নিম্নচাপ। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতায় ঢুকেছে মেঘ। অষ্টমীর রাত থেকেই দেখা গিয়েছে বৃষ্টির ছবি। কিন্তু নবমীর সন্ধ্যা নামতেই ফের দেখা গেল জনজোয়ার। মেঘের গর্জন চাপা দিচ্ছে ঢাকের বোল। বৃষ্টিকে থোড়াই কেয়ার উৎসবমুখর জনতার। কলকাতা হোক বা জেলা, উৎসবের শেষ লগ্নে সর্বত্রই দেখা যাচ্ছে জনজোয়ার।
সন্ধ্যা হতেই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয়ে যায় সন্তোষ মিত্র স্কোয়ারে। বাকি দিনগুলির মতো পুজোর শেষ লগ্নে সেখানেও নেমেছে মানুষের ঢল। এবার তাদের থিম অপারেশন সিঁদুর। ভিড় বাড়ছে চেতলা অগ্রণী থেকে সুরুচি সংঘ সর্বত্রই। ভিড়ের ছবি দেখা যাচ্ছে বেহালার পুজোগুলিতেও। একইসঙ্গে ভিড়ের ছবি দেখা যাচ্ছে দমদমের পুজোগুলিতেও। তুমুল ভিড় দক্ষিণের একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্চ কালচারাল, সমাজসেবী সংঘ থেকে দেশপ্রিয় পার্ক সর্বত্রই।
অন্যদিকে নবমীর সন্ধ্যা থেকেই তুমুল ভিড় উত্তর কলকাতার পুজোগুলিতেও। কাশী বোস লেন থেকে কুমোরটুলি, বাগবাচার সর্বজনীন সর্বত্রই দেখা যাচ্ছে তুমুল ভিড়। নবমী নিশিতে তুমুল ভিড় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবেও। এদিকে ইতিমধ্যেই কলকাতার আকাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে। বেশ কিছু অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অপিস। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।