Kolkata Metro: একাধিক স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে একের পর এক রেক, কেন এত দেরিতে চলছে মেট্রো?

Kolkata Metro Problem: সোমবার আবার লাইন ও সিগন্যাল ক্লিয়ার না থাকায় একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে যেতে দেখা গিয়েছিল একাধিক মেট্রোকে। এমনকি যেগুলি চলছিল সেগুলিও অন্তত ধীর গতিতে যাতায়াত করছিল বলে খবর মিলছিল।

Kolkata Metro: একাধিক স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে একের পর এক রেক, কেন এত দেরিতে চলছে মেট্রো?
ফাইল ফোটোImage Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 26, 2025 | 2:22 PM

কলকাতা: সপ্তাহের প্রথমদিনেও দেখা গিয়েছিল সমস্যা। জট দ্বিতীয় দিনেও। এবার টালিগঞ্জে মেট্রো রেক ক্রস করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অনেক মেট্রোই শহীদ ক্ষুদিরাম যাচ্ছে না। টালিগঞ্জ থেকেই দমদম বা দক্ষিণেশ্বর ফিরে আসছে। ফলে চরম সমস্যায় নিত্য যাত্রীরা। তাঁরা জানাচ্ছেন সকাল থেকেই এই সমস্যা দেখা দিয়েছে। ফলে চাপ বেড়েছে। সূত্রের খবর, ডাউন লাইনের সব মেট্রো ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাচ্ছেনা। কিছু কিছু রেক টালিগঞ্জ স্টেশনে খালি করে দেওয়া হচ্ছে। সেখান থেকে ফের ওয়াই সিডিংয়ে নিয়ে আপ লাইনে দক্ষিণেশ্বরে দিকে পাঠানো হচ্ছে। 

সোমবার আবার লাইন ও সিগন্যাল ক্লিয়ার না থাকায় একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে যেতে দেখা গিয়েছিল একাধিক মেট্রোকে। এমনকি যেগুলি চলছিল সেগুলিও অন্তত ধীর গতিতে যাতায়াত করছিল বলে খবর মিলছিল। মূল সমস্যা দেখা দিয়েছিল শহিদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বর করিডর অর্থাৎ ব্লু লাইনে। জট তৈরি হয়েছিল শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মাঝে।

এবার মঙ্গলবারও টালিগঞ্জে ফের জট বাড়তে থাকায় সমস্যা বেড়েছে। ভোগান্তি বেড়েছে যাত্রীদের। এদিকে সকালের দিকে সব মেট্রো স্টেশনেই অফিস যাত্রীদের তুমুল ভিড় থাকে। কিন্তু নতুন জটে অফিসে পৌঁছাতে দেরি হওয়ায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে অফিস যাত্রীদের। 

অন্যদিকে কয়েকদিন আগেই মহাসমারোহে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ছুটেছে মেট্রো। যা নিয়ে উন্মদনার শেষ নেই। ভিড়ও হচ্ছে ব্যাপক। উদ্বোধনের পর প্রথমদিনেই রেকর্ড আয় করে ফেলেছে কলকাতা মেট্রো। তবে এই দুই লাইন ছাড়াও আরও দুই নতুন রুটে গড়িয়েছে মেট্রোর চাকা।