AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: প্রথমদিনেই ছক্কা Howrah টু Sec V-এর! একদিনে লক্ষ লক্ষ টাকার আয়, রেকর্ড কলকাতা মেট্রোর

Kolkata Metro Income: শুক্রবার ২২ আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে। তারপরের দিন অর্থাৎ ২৩ আগস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২৭৭ টাকার। UPI এর মাধ্যমে বিক্রি হওয়া টিকিটের অঙ্কটা জানলেও চমকে যাবেন।

Kolkata Metro: প্রথমদিনেই ছক্কা Howrah টু Sec V-এর! একদিনে লক্ষ লক্ষ টাকার আয়, রেকর্ড কলকাতা মেট্রোর
নতুন মেট্রোয় ভিড়।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 26, 2025 | 1:22 PM
Share

কলকাতা: উন্মাদনা ছিল তুঙ্গে। শুক্রবারই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাসমারোহে হাওড়া স্টেশন থেকে সোজা সেক্টর ফাইভের উদ্দেশে ছুটেছিল মেট্রো। শুক্রবার রাত থেকেই সাধারণের জন্য খুলে গিয়েছিল মেট্রোর দরজা। এরইমধ্যে চালুর মাত্র একদিনের মধ্যে করে ফেলল বড় রেকর্ড। আর্থিক দিক থেকে বড়সড় সাফল্য ইস্ট-ওয়েস্ট মেট্রোর। তা উচ্ছ্বসিত মেট্রো রেলের কর্তারা। অনেকেই বলছেন এ বিশাল রেকর্ড। সামনেই পুজো, তাই আয় আরও বাড়তে পারে। 

মোট কত টাকা আয়? 

শুক্রবার ২২ আগস্ট প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়েছে। তারপরের দিন অর্থাৎ ২৩ আগস্ট হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ২৫ লক্ষ ৯৭ হাজার ২৭৭ টাকার। UPI এর মাধ্যমে টিকিট বিক্রি হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৩৯৫ টাকার। এমনটাই বলছে মেট্রোর তথ্য। অর্থাৎ শুধু এক দিনেই মোট টিকিট বিক্রি হয়েছে ৩৪ লক্ষ ৬০ হাজার ৬৭২ টাকা। যা অন্যতম রেকর্ড হিসেবে দাবি করছে কলকাতা মেট্রো। 

উদ্বোধনের আগের রাতেই সব মেট্রো স্টেশনগুলিতে বসে গিয়েছিল নতুন রেট চার্ট। হাওড়া ময়দান থেকে যেহেতু এসপ্ল্যানেডে নেমে অন্যান্য দিকে আগে থেকেই যাওয়া যাচ্ছিল। তাই সেগুলির রেট চার্ট সকলেরই জানা ছিল। এবার নতুন করে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন পর্যন্ত ৩০ টাকা, পাশাপাশি করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার পর্যন্তও একই ভাড়া রাখা হয়েছে। অন্যদিকে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে সল্টলেক স্টেডিয়ামের ভাড়া ২০ টাকা। ফুলবাগান পর্যন্তও একই ভাড়া। একই ভাড়া শিয়ালদহ পর্যন্তও।