Kasba Case: ‘আমি হতবাক, আমি মর্মাহত’, গণধর্ষণ-কাণ্ডে রিপোর্ট তলব ব্রাত্যর
Kasba Case: গত বছর আরজি করের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সেই রেশ কাটতে না কাটতে আইন কলেজের ঘটনা নাড়িয়ে দিয়েছে বাংলাকে। নতুন করে শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কলকাতা: কলেজে উপস্থিত রয়েছেন ভাইস প্রিন্সিপাল, দাঁড়িয়ে আছেন গার্ড, তার মধ্যেই কীভাবে ঘরে টেনে নিয়ে যাওয়া হল ছাত্রীকে! ‘সাউথ ক্যালকাটা ল কলেজে’র ঘটনায় একগুচ্ছ প্রশ্ন উঠছে। শিক্ষাক্ষেত্রে সত্যিই কি নিরাপত্তা আছে? প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষা দফতরকেও। এবার বিবৃতি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আইন কলেজের ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিবৃতিতে বলেন, ‘আমি হতবাক, আমি মর্মাহত। কলেজে এই ঘটনা কাম্য নয়।’ একইসঙ্গে ঘটনার রিপোর্ট তলব করেছেন তিনি।
কলেজের নিরাপত্তায় গাফিলতি কেন? তা নিয়ে শিক্ষা দফতরের তরফে রিপোর্ট তলব করা হয়েছে কলেজের কাছে। গভর্নিং বডির বৈঠক ডাকতে বলা হয়েছে। সোমবার বসবে সেই বৈঠক। অতিরিক্ত রক্ষী প্রয়োজন কি না, সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, কলেজের ‘দাদাগিরি’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নতুন করে। কেন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম শাসক দলের দখলে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুক্রবার থেকেই পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দলগুলি। অন্যদিকে, শাসক দলের বক্তব্য, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে দলমত না দেখেই। অপরাজিতা বিল আইনে পরিণত করার আর্জি জানিয়েছেন শাসক দলের নেতা-নেত্রীরা।
