Jyotipriya Mallick: বালুকে ICU-এ স্থানান্তরিত করা হল, কমছে রক্তচাপ
SSKM: জেলে অসুস্থ হওয়ার পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে গত সপ্তাহে আচমকাই জেলে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। সঙ্গে সঙ্গে সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
কলকাতা: জ্যোতিপ্রিয় মল্লিককে আইসিইউয়ে স্থানান্তরিত করা হল। এসএসকেএমের ৫ নম্বর কেবিন থেকে আইসিইউ ১২ নম্বর বেডে নিয়ে যাওয়া হল রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকে। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, রক্তচাপ কমে যাওয়ার কারণে স্থানান্তরিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার খাদ্য দুর্নীতি মামলার শুনানি। তার আগে মন্ত্রীর স্থানান্তর ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা।
জেলে অসুস্থ হওয়ার পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে গত সপ্তাহে আচমকাই জেলে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। সঙ্গে সঙ্গে সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। ই়ডি হেফাজতের পর আপাতত জেল হেফাজতে রয়েছেন তিনি। প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকার ব্যবস্থা হয় মন্ত্রীর। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে পড়ায় এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। তাদের তত্ত্বাবধানেই আছেন জ্যোতিপ্রিয়। সূত্রের খবর, এরইমধ্যে তাঁর রক্তচাপ কমে যাওয়ার আইসিইউয়ে স্থানান্তরিত করা হয়েছে।