Mischief Arrested: সামনেই নির্বাচন, তার আগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

Kolkata: গতকাল সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে সন্দেহজনক ভাবে একটি গাড়ি দাঁড়িয়েছিল।

Mischief Arrested: সামনেই নির্বাচন, তার আগে গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী
গ্রেফতার বাবু মাস্টার (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 1:51 PM

কলকাতা: একদিকে রাজ্যের কোভিডগ্রাফ ছুটছে। তারই মধ্যে চার পুরনিগমের ভোট। শাসক থেকে বিরোধী প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে আবার গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী। নির্বাচনের আগে গ্রেফতার করা হল বাবু মাস্টারকে। পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’রাউন্ড গুলি ও আগ্নেয়াস্ত্র। স্টেডিয়ামের এক নম্বর গেটের কাছ থেকে পাকড়াও হয় তারা। ওই দুষ্কৃতীদের সঙ্গে থাকা একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে সন্দেহজনক ভাবে একটি ফরচুনা গাড়ি দাঁড়িয়ে ছিল। এবার এই খবর পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশের কাছে। সেই সময় পুলিশ এলাকায় হানা দিলে গাড়ি নিয়ে পালাতে চায় তিনজন। সেই সময় আটক করা হয় তাদের।

তবে জারি থাকে পুলিশি জিজ্ঞাসাবাদ। পুলিশ জানতে পারে অভিযুক্ত হাসনাবাদ এলাকার কুখ্যাত দুষ্কৃতী বাবু মাস্টার। তাদের গাড়ি থেকে দু রাউন্ড গুলি এবং একটি আগ্নেয়াস্ত্র মিলেছে। এরপরই বাবু মাস্টার সহ বাবু মাস্টারের সঙ্গে গাড়িতে থাকা জয়ন্ত গাইন ও আমজাদ  গাজী এই দুজনকেও গ্রেফতার করা হয়। অভিযুক্ত বাবু মাস্টারের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন থানায় বেশকিছু অসামাজিক কাজে অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ তাদের বিধাননগর আদালতে তোলা হবে।

এদিকে, হু-হু করে বাড়ছে সংক্রমণ। পূর্ব রেলের কর্মীদের উপর করোনার থাবা। একদিনে পূর্ব রেলে আক্রান্ত ২৮৮ জন কর্মী। ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যেই ২৮৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। ৮০ জন করোনা আক্রান্ত রেল কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়ও এই ছবিটাই দেখা গিয়েছিল। লকডাউনের পর যখন ধীরে ধীরে রেল পরিষেবা চালু হয়, তখন একের পর এক রেলকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছিল। ড্রাইভার থেকে অন্যান্য বিভাগের কর্মী হু হু করে ছড়াচ্ছিল করোনা।

এবারও সেই ছবিটাই প্রকট হচ্ছে। বিশেষ করে এখন যেহেতু অত্যন্ত দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়াচ্ছে, ফলে সংক্রমিতের গ্রাফটাও সহজেই উপরের দিকে উঠছে। একদিনে ২৮৮ জন কর্মীর সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। ৩৩৬ জনের মধ্যে সিংহভাগই সংক্রমিত। এর আগেও দেখা গিয়েছে পূর্ব রেলের হাসপাতালের শতাধিক চিকিৎসক কোভিড আক্রান্ত।

আরও পড়ুন: Meeting on Corona: গঙ্গাসাগর মেলা নিয়ে উদ্বেগ! সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রিভিউ বৈঠকে অভিষেক