
কলকাতা: ২০২২ সালের ১১ অক্টোবর থেকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। মোট ২৩ মাস জেলে ছিলেন মানিক। কিন্তু, জেলে যে সময় তিনি ছিলেন সেই সময়কালের বেতন চেয়ে বিধানসভায় দরবার করেছিলেন মানিক। কিন্তু, তা দেওয়া সম্ভব কিনা তা নিয়ে চাপানউতোর চলছিল। এবার এ নিয়ে শুনানি করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, জামিন পরবর্তী সময়ের একটা নতুন অ্যাকাউন্ট করেন মানিক। সেটা শুধু এই টাকার জন্য। বেতনের জন্য বারবার আবেদন করছিলেন মানিক। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন শুনানি করেন স্পিকার। তা নিয়েও বিস্তর চর্চা চলে বিধানসভার অন্দরে।
এ নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ চান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এজি জানিয়েছেন ওই সময়ের বেতন তিনি পেতে পারেন না। নির্দিষ্ট জায়গা থেকে খবর নিয়েই স্পিকারকে এ কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন প্রায় ঘণ্টা খানেকের বেশি শুনানি হয়। তবে এখন পর্যন্ত এই বিষয়ে অর্ডার দেননি স্পিকার।