কলকাতা: উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই কিছুটা স্বস্তির খবর। নতুন করে ২ লক্ষের বেশি কোভিশিল্ডের ডোজ় বুধবার কলকাতায় আসতে চলেছে বলে খবর। যদিও এই ভ্যাসকিন কেন্দ্রীয় সরকারের তরফে পাঠানো হচ্ছে না। রাজ্য সরকার ব্যক্তিগতভাবে এই টিকা কিনছে সেরাম ইন্সটিটিউটের কাছে থেকে। মোট ২ লক্ষ ১২ হাজার ৪৬০ টি ডোজ় পুণে থেকে আসবে আগামিকাল।
গত ১ মে থেকে সরাসরি রাজ্য সরকারগুলিকে ছাড়পত্র দেওয়া হয়েছে টিকা কেনার। এর ফলে নির্মাণকারী সংস্থার থেকে ভ্যাকসিন কিনে নিতে পারবে রাজ্য। সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারকে তারা প্রতি ডোজ় ১৫০ টাকায় বিক্রি করবে। রাজ্য সরকারের জন্য এই ভ্যাকসিনের দাম ৩০০ টাকা ধার্য করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও বারংবার বিনামূল্যে টিকা বিতরণের দাবি তোলা হয়েছে কেন্দ্রের কাছে। তবে কেনার ছাড়পত্র পাওয়ার পরই ভ্যাকসিন কেনার জন্য অগ্রিম টাকা দিয়ে দেওয়া হয়েছিল সেরামকে।
আরও পড়ুন: করোনা যাদের অনাথ করেছে, তাদের দায়িত্ব নেবেন কেজরীবাল
সেই মতো রাজ্য সরকারের নিজের টাকায় কেনা ভ্যাকসিন এসে আগামিকাল পৌঁছছে। সূত্রের খবর, পুণে থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে কলকাতা আসবে এই ভ্যাকসিন। রাখা হবে বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে। সেখান থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: নারদ মামলায় তৃণমূলের হয়ে আইনি লড়াইয়ে নামছে অভিষেক মনু সিংভি, সঙ্গে থাকছেন কল্যাণ