Local Train Cancel: ১৯ দিন ধরে বাতিল থাকবে ২০০-র বেশি লোকাল ট্রেন! যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা

Local Train Cancel: কিছুদিন আগেই ডানকুনি শাখায় রেলের কাজের জন্য প্রায় ১০০ ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। প্রবল অসুবিধায় পড়েছিলেন যাত্রীরা।

Local Train Cancel: ১৯ দিন ধরে বাতিল থাকবে ২০০-র বেশি লোকাল ট্রেন! যাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা
ফাইল ফোটোImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 07, 2025 | 1:45 PM

কলকাতা: আবারও যাত্রী ভোগান্তির আশঙ্কা! ফের একগুচ্ছ লোকাল ট্রেন ও এক্সপ্রেস বন্ধ থাকার সম্ভাবনা। রেল সূত্রে খবর, মেগা পাওয়ার ব্লক থাকবে হাওড়া লাইনে। সেই কারণেই ট্রেন বন্ধ থাকতে পারে। আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০-র বেশি লোকাল ট্রেন অন্তত ৬৪টি এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

হাওড়া-খড়গপুর শাখায় এই মেগা পাওয়ার ব্লক থাকবে বলে রেল সূত্রে খবর। আগামী ৩০ এপ্রিল থেকে অন্তত ১৯ দিন ওই শাখায় পাওয়ার ব্লক থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বাতিল করা হতে পারে ২১২টি লোকাল ট্রেন। পাশাপাশি বাতিল থাকতে পারে অন্তত ৬৪টি এক্সপ্রেস ট্রেনও। রেল সূত্রে খবর, এতদিনের পাওয়ার ব্লক কমিয়ে সংক্ষিপ্ত করা যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এপ্রিল মাসের শেষের দিক থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রিমডেলিংয়ের জন‌্য কাজ হবে। এছাড়াও একাধিক উন্নয়নমূলক কাজ হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ফলে, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে মেগা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ আগেই হওয়ার কথা ছিল। কিন্তু, মাধ্যমিক, উচ্চ মাধ‌্যমিক পরীক্ষা ও দোলযাত্রার জন‌্য এই কাজ পিছিয়ে দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল থেকে পাওয়ার ব্লক হওয়ার কথা।

রেল সূত্রে আরও জানা গিয়েছে, এই কাজের জন্য ১৯ দিনে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ২ মে থেকে ১৮ মে পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৬৪টি মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়া অনিয়মিত সময়ে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন। আগামী ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন। অর্থাৎ ট্রেনগুলির রুট বদল হয়ে যাবে। একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকলে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এপ্রিলে গরম বাড়বে। ফলে, ট্রেন বাতিল থাকলে যেগুলি চলবে তাতে ঠাসা ভিড় হওয়ার আশঙ্কাও থাকছে। তাই সোমবারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন যাত্রীরা।