Suicide in Kolkata Hotel: হোটেলের ঘরে ঘুমের ওষুধ খেলেন মা-মেয়ে! মৃত্যু বৃদ্ধার, হাসপাতালে তরুণী
Suicide in Kolkata Hotel: তাঁদের আর্থিক অনটন আর অশান্তির কথা জানতেন অনেকেই। উদ্ধার হওয়া সুইসাইড নোটে আর্থিক অনটনের কথাই উল্লেখ করা হয়েছে।
কলকাতা: বেশ কিছুদিন ধরেই তালাবন্ধ ছিল ফ্ল্যাট। মা ও মেয়ে কোথায় গেলেন, তা বুঝতে পারছিলেন না প্রতিবেশীরা। তবে খোঁজ খবর করার বিশেষ কেউ ছিলেন না। বৃহস্পতিবার সকালে সেই দুজনকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল হোটেলের ঘর থেকে। কলকাতার কিড স্ট্রিটের ঘর থেকে দুজনকে উদ্ধার করা হলেও মা-কে বাঁচানো সম্ভব হয়নি। অসুস্থ অবস্থায় মেয়ে চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। মা ও মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশের অনুমান। উদ্ধার হয়েছে সুইসাইড নোটও।
মা পলি মিত্রের বয়য় ৬০-এর কাছাকাছি। তিনি ও তাঁর মেয়ে ঈশিতা মিত্র পশ্চিম পুটিয়ারীর ব্যানার্জী পাড়ার বাসিন্দা ছিলেন। ১৪ ধরে ওই পাড়াতেই পরিবার নিয়ে থাকতেন পলি দেবী। তাঁর এক ছেলে আছে বলেও জানিয়েছেন প্রতিবেশীরা। বছর দশেক আগে বিয়ে হয়ে যায় ছেলের। তারপর থেকে সেই ছেলে আর মায়ের দেখাশোনা করতেন না বলেই দাবি পরিচিতদের। বছর তিনেক আগে পলি দেবীর স্বামীর মৃত্যু হয়।
তাঁদের আর্থিক অনটন আর অশান্তির কথা জানতেন অনেকেই। তবে তাঁরা এমন চরম সিদ্ধান্ত নিয়ে নেবেন, তা ভাবেননি কেউ। উদ্ধার হওয়া সুইসাইড নোটে আর্থিক অনটনের কথাই উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানতে পেরেছে গত ৮ জুলাই থেকে কিড স্ট্রিটের ওই হোটেলে থাকছিলেন মা ও মেয়ে। বৃহস্পতিবারই তাঁদের হোটেল ছাড়ার কথা ছিল। ঘরে ধাক্কা দেওয়ার পরও তাঁরা দরজা না খোলায় সন্দেহ হয় হোটেলের কর্মীদের। এরপর দরজা ভেঙে ঢুকে তাঁরা দেখতে পান, দুজনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। তবে ফ্ল্যাট ছেড়ে কেন তাঁরা হোটেলে থাকছিলেন, তা স্পষ্ট নয়।