কলকাতা: তৃণমূলের সেঁটে দেওয়া বহিরাগত তকমা ঘোচাতেই কি রাজ্যের ভোটার লিস্টে ফের নাম তুলেছেন মুকুল রায় (Mukul Roy) ও স্বপন দাশগুপ্ত? শনিবারের রাতের পর থেকে এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আরও একটি প্রশ্নও উঠতে শুরু করেছে, তবে কি তাঁরাও আসন্ন নির্বাচনে মুখ হতে চলেছেন! যদিও যাবতীয় জল্পনায় জল ঢেলে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জানিয়ে দিয়েছেন, “আমি ভোটে আর দাঁড়াব না।”
অর্থাৎ, তিনি যে কোনও ভাবেই আর নির্বাচনী ময়দানে সরাসরি নামছেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন। তবে সরাসরি না নামলেও তিনি যেভাবে তৃণমূলে থাকার সময় ভোটযুদ্ধের রণকৌশল সাজিয়েছেন, সেটা আগামী সময়ও সাজিয়ে যাবেন। শুধুমাত্র আসন্ন নির্বাচনে ভোট দিতেই তিনি বীজপুরের ভোটার তালিকায় নাম তুলেছেন বলে এদিন দাবি করেন।
বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর ঠিকানা পরিবর্তন নিয়ে যদিও বিশেষ বিতর্ক হয়নি। কেননা বাংলার জনমানসে তিনি কখনই চর্চিত মুখ নন। দিল্লিতেই তিনি কাটাতেন বেশিরভাগ সময়। তবে বিগত কয়েক বছর বিজেপির সঙ্গে যুক্ত থেকে সর্বভারতীয় পদ পেয়েও কেন মুকুলকে নিজের ঠিকানা বদলাতে হল, তা নিয়ে জল্পনা থামছে না।
আরও পড়ুন: ‘ভুল করে’ বিজেপিতে যাওয়া শুভেন্দু ঘনিষ্ঠ সিরাজ ফিরলেন তৃণমূলে
মুকুল যদিও নিজে জানিয়েছেন, “আমি এক সময় কাঁচরাপাড়ার ভোটার ছিলাম। তারপর তৃণমূলে হয়ে কাজ করার সময় সেখানে যাই। এরপর দিল্লির ভোটার ছিলাম। এখন আবার নাম তুলেছি ভোট দেওয়ার জন্য। আমি আবার ভোটে দাঁড়াচ্ছি না।” উল্লেখ্য, মুকুলের পাশাপাশি বিজেপির সাংসদ স্বপন দাশগুপ্তও দিল্লি থেকে কলকাতার ভোটার হয়েছেন। তিনি বালিগঞ্জের বাসন্তী দেবী কলেজে ভোট দেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ঘরে ফিরলেও এক কোণেই জিতেন্দ্র! ঠাঁই হল না জেলা কমিটির তালিকাতেও