AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder at Kolkata: ফের খুনের ঘটনা শহরে! বেহালার ফুটপাথে মিলল মহিলার দেহ

Murder: বেহালার সখের বাজার এলাকায় ডায়মন্ড হারবার রোডের কাছে ফুটপাথ থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে।

Murder at Kolkata: ফের খুনের ঘটনা শহরে! বেহালার ফুটপাথে মিলল মহিলার দেহ
ফুটপাত থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য(প্রতীকী ছবি)
| Edited By: | Updated on: Nov 05, 2021 | 8:47 PM
Share

কলকাতা : শহরে পরপর খুনের (Murder) ঘটনা। আবারও বেহালা। ফুটপাথ থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালার সখের বাজার এলাকায়। শুক্রবার সকালের ঘটনা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলাকে কেউ বা কারা শ্বাসরোধ করে খুন করেছে। কারা এ ভাবে খুন করে ফুটপাথে ফেলে রেখে গিয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ (Kolkata Police)।

বেহালার সখের বাজার এলাকায় ডায়মন্ড হারবার রোডের কাছে ফুটপাথ থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। মৃত মহিলার নাম সন্ধ্যা সরদার। ৫২ বছর বয়সি ওই মহিলাকে এ দিন ফুটপাথের ওপর পড়ে থাকতে দেখা যায়। সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারপর ঠাকুরপুকুর থানায় তাঁরাই খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ জানতে পেরেছে ওই মহিলার বাড়ি হরিদেবপুর থানার অন্তর্গত ৩৯/৪ ভুবনমোহন রায় রোডে। মহিলা যেখানে থাকেন তার আশেপাশের বাড়ির লোকজনের বক্তব্য, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেহালা ঠাকুরপুকুর টালিগঞ্জ এলাকায় একা একা ঘুরে বেড়াতেন তিনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কী উদ্দেশ্য আছে, সেটাও খতিয়ে দেখা হবে।

সকালে ওই দেহ উদ্ধার হওয়ার পর, সন্ধেয় ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার মূরলীধর শর্মা। যে জায়গা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, তার পিছনে রয়েছে একটি নির্ণীয়মান বাড়ি। সেখানে প্রবেশ করে সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন :  Covid Update: এক ধাক্কায় ১১ হাজার নমুনা পরীক্ষা কমল রাজ্যে, তবুও পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখীই

কিছুদিন আগেই জোড়া খুনের ঘটনা ঘটে এই বেহালায়। গত ৬ সেপ্টেম্বর বেহালা পর্ণশ্রীর সেনপল্লির এক আবাসন থেকে মা ও ছেলের গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্তে জানতে পারে, ঘটনার দিন দুপুরে সুস্মিতা নামে ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন তাঁর দুই মাসতুতো ভাই সঞ্জয় দাস ও সন্দীপ দাস। তাদের বিরুদ্ধেই খুনের অভিযোগ।

আরও পড়ুন : Market Price: ভাইফোঁটার আগে অগ্নিমূল্য বাজার, কিসের দাম কত বাড়ল? একনজরে