AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder Case: মা রিক্সায় উঠতে চেয়েছিলেন, রিক্সাচালকের গলায় কাচের বোতল ঢোকাল ছেলে!

Murder Case: মা যখন রবিদাসের রিক্সায় ওঠার চেষ্টা করেন, তাতে বাধা দেন সুশান্ত। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন সুশান্ত ও রবিদাস। প্রথমে বচসা, পরে হাতাহাতি হতে থাকে।

Murder Case: মা রিক্সায় উঠতে চেয়েছিলেন, রিক্সাচালকের গলায় কাচের বোতল ঢোকাল ছেলে!
সরশুনায় খুনের অভিযোগ
| Edited By: | Updated on: Aug 25, 2022 | 6:23 AM
Share

কলকাতা: মাকে রিক্সায় তোলার জন্য জোরজবরদস্তি। তা নিয়ে রিক্সা চালকের সঙ্গে বচসা। গলায় কাচের বোতল ভেঙে ঢুকিয়ে ওই রিক্সাচালককে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সুরশুনা ব্যানার্জিপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম রবিদাস। ঘটনায় মূল অভিযুক্ত সুশান্ত সমাদ্দারকে গ্রেফতার করেছে সুরশুনা থানার পুলিশ। খুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সুশান্ত সমাদ্দারের মা তাঁর ছেলেকে জানান, তিনি কোন একটা জায়গায় দরকারে যাবেন। তিনি ফোন করে রবিদাসকে ডেকে আনেন। তাতে আপত্তি ছিল সুশান্তর। প্রতিবেশীরা জানাচ্ছেন, রবিবার এসে রিক্সার হর্ন বাজাতেই ঘর থেকে প্রথমে বেরিয়ে আসেন সুশান্তর মা। তার কিছুক্ষণ পরই সুশান্তও বেরিয়ে আসেন।

মা যখন রবিদাসের রিক্সায় ওঠার চেষ্টা করেন, তাতে বাধা দেন সুশান্ত। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন সুশান্ত ও রবিদাস। প্রথমে বচসা, পরে হাতাহাতি হতে থাকে। অভিযোগ, সুশান্ত আচমকাই একটি ভাঙা কাচের বোতল কোথা থেকে নিয়ে চলে আসে। এরপর কথা কাটাকাটির সময়ে রবিদাসের গলায় বিঁধে দেয় সেটি।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রবিদাস। স্থানীয় বাসিন্দারাও দৃশ্য দেখে হতবাক হয়ে যান। ঝামেলা চলছিল, কিন্তু এমনটাও যে হতে পারে, ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তাঁরা। রক্তাক্ত রবিদাসকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে অভিযুক্ত সুশান্ত সমাদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ খতিয়ে দেখবার চেষ্টা করছে এই রবিদাস এবং সুশান্ত সমাদ্দারের মধ্যে পূর্বের কোনও শত্রুতা ছিল কিনা। কারণ পুলিশ মনে করছে, রবিদাসের ওপর পুরনো রাগ ছিল সুশান্তর। তা থেকেই বিবাদ এই চেহারা নেয়।