Murder in Kolkata: ট্যাংরায় হাড়হিম করা কাণ্ড! ঘরে পড়ে দুই স্ত্রী-সহ কিশোরীর দেহ, পুলিশ ধরল দুই ভাইকে
Murder in Kolkata: পুলিশ সূত্রে খবর, দুই ভাই নিজেদের স্ত্রী ও তাঁদের এক সন্তানকে মেরে পালানোর চেষ্টা করছিল। ঠিক সময়ই খবর চলে যায় পুলিশের কাছে। তাঁদের গতিবিজি দেখে সন্দেহ হওয়াতেই পাকড়াও করে পুলিশ। চেপে ধরে জেরা শুরু করতেই বেরিয়ে আসে আসল কথা।

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
ট্যাংরা: ট্যাংরায় হাড়হিম করা ‘কাণ্ড’। দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রসূণ দে, প্রণয় দে নামে দু’জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা সম্পর্কে দুই ভাই। তাঁদেরই স্ত্রীদের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু, তাঁরাই খুন করেছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। সূত্রের খবর, দেহ উদ্ধারের সময় দেখা যায় মহিলাদের হাতের শিরা কাটা ছিল। তাই আত্মহত্যার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকেই ব্যাপক চাপানউতোর চলছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়ানতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের দিকে নজর পুলিশের। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ অনেকটাই পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দুই ভাইয়ের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতেই পাকড়াও করে পুলিশ। চেপে ধরে জেরা শুরু করতেই বেরিয়ে আসে ‘আসল’ কথা। খবর পাওয়া মাত্রই হোমিসাইড শাখার পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
কিছু সময়ের মধ্যে লালবাজারের গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে গিয়েছেন ট্যাংরা থানার ওসি। বাড়ির চারদিকে রয়েছে সিসিটিভি ফুটেজ। তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘর থেকে দেহ উদ্ধার হওয়ায় প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে গোটা ঘটনা ঘরের মধ্যেই হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ছেলেদের সঙ্গেই মা-ও থাকতেন বাড়িতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
