Dilip Ghosh Marriage: দিলীপের সঙ্গে বিয়েতে কি থাকবেন ছেলে? অকপট রিঙ্কু

Dilip Ghosh Marriage: রিঙ্কু নিজেও বিজেপি কর্মী। সেই সূত্রেই দিলীপের সঙ্গে আলাপ। কিন্তু, প্রথম কবে বিয়ে নিয়ে কথা হয়? রিঙ্কু বললেন, "আমার প্রথম বিয়ের ৬ মাস পরই বুঝতে পারি ভুল করে ফেলেছি। ফলে দ্বিতীয়বার খুব সাবধানে পা ফেলেছি। মনের মতো মানুষ খুঁজেছি।"

Dilip Ghosh Marriage: দিলীপের সঙ্গে বিয়েতে কি থাকবেন ছেলে? অকপট রিঙ্কু
ছেলেকে নিয়ে কী বললেন রিঙ্কু মজুমদার?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 18, 2025 | 12:48 PM

কলকাতা: চরম ব্যস্ততা। আর কয়েকঘণ্টা পরই বসবেন বিয়ের পিঁড়িতে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। তাই তাঁকে নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার চরম ব্যস্ততার মধ্যেও সংবাদমাধ্যমের নানা প্রশ্নের হাসিমুখে উত্তর দিলেন দিলীপ ঘোষের হবু স্ত্রী রিঙ্কু মজুমদার। তাঁদের বিয়েতে ছেলে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও মুখ খুললেন তিনি। ছেলের সঙ্গে দিলীপের সম্পর্ক কেমন, সব প্রশ্নের উত্তর দিলেন।

রিঙ্কু মজুমদার বিবাহ বিচ্ছিন্না। তাঁর বছর পঁচিশের এক ছেলে রয়েছে। ছেলে সল্টলেকে একটি আইটি সংস্থার অফিসে কর্মরত। দিলীপের সঙ্গে কেমন সম্পর্ক ছেলের? বিয়েতে কি ছেলে উপস্থিত থাকবেন? ছেলেকে নিয়ে গর্বিত রিঙ্কু বললেন, “বিয়েতে ছেলেকে রাখব না বলে আমরা ঠিক করেছিলাম। ঘটনাচক্রে ছেলের অফিসেও আজ থেকে চারদিনের ছুটি পড়েছে। তাই ছেলে আজ(শুক্রবার) সকালেই বেড়াতে চলে গিয়েছে।”

তাঁর ও দিলীপের বিয়ের ছেলের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রিঙ্কু বলেন, “ছেলে খুব খুশি। আমার ছেলেরও হয়তো একটা বাবার জায়গা ফাঁকা ছিল। ছেলেই ওঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিল। ছেলেকে নিয়ে উনি ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন।”

রিঙ্কু নিজেও বিজেপি কর্মী। সেই সূত্রেই দিলীপের সঙ্গে আলাপ। কিন্তু, প্রথম কবে বিয়ে নিয়ে কথা হয়? রিঙ্কু বললেন, “আমার প্রথম বিয়ের ৬ মাস পরই বুঝতে পারি ভুল করে ফেলেছি। ফলে দ্বিতীয়বার খুব সাবধানে পা ফেলেছি। মনের মতো মানুষ খুঁজেছি। ওঁর মধ্যে নানা গুণ রয়েছে। সেসব দেখেই ওঁকে আমার ভাল লাগে। গত বছরের সেপ্টেম্বরে প্রথম আমি তাঁকে প্রস্তাব দিই। উনি শোনেন। আমাকে তখন কিছু বলেননি। ১৫ দিন পর আমি ফের তাঁকে কথাটা মনে করাই। একদিন আমি ওঁকে নিয়ে স্বপ্ন দেখি। সেটা জানাই। তারপর আমাদের মধ্যে ফোনে টুকটাক কথাবার্তা হত। তার মাধ্যমে আমাকে হয়তো জেনেছেন, বুঝেছেন।”

বিয়ের জন্য দিলীপকে কীভাবে তিনি বোঝান, সেকথাও অকপটে জানালেন রিঙ্কু। বললেন, “একটা সময়ের পর দল, রাজনীতি কিছু থাকে না। তখন ঘরের কাউকে দরকার হয়। এটা আমি ওঁকে বোঝানোর চেষ্টা করি।” তবে এখন দিলীপ আরও বেশি কাজ করুন , সেটাই তিনি চান বলে জানালেন রিঙ্কু। বললেন, “উনি দলের জন্য আরও বেশি করে কাজ করুন, এটাই আমি চাই।”