Bagbazar: বন্ধ ছাদ, গেটে তালা! তারপরেও উপর থেকে পড়ে কীভাবে মৃত্যু? বাগবাজার কাণ্ডে ভাঙা হাড়ে বাড়ছে রহস্য
Bagbazar: বাগবাজার নিবেদিত লেনের একটি নির্মীয়মান বহুতলের পিছনের দিকে গ্রাউন্ড ফ্লোর থেকে দেহ উদ্ধার হয়। ওই নির্মীয়মান বহুতলের তিনদিকে দোতলা তিনতলা বাড়ি। সামনের গেট তালা বন্ধ অবস্থায় ছিল। ভিতরে ঢোকা বা ছাদে যাওয়ার রাস্তা বন্ধ ছিল বলেই পুলিশের দাবি।

কলকাতা: শনিবার সকালে বাগবাজারে নির্মীয়মাণ বহুতলের ভিতর থেকে মাঝ বয়সী এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারীরা। আত্মহত্যা, খুন, নাকি দুর্ঘটনা– কীভাবে মৃত্যু তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় পুলিশের কাছে। শনিবার সকালে যে অবস্থায় দেহ উদ্ধার হয়, তাতে দেহের নিচের অংশে অর্থাৎ পেট ও কোমরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। দেহের ওপরের অংশ এবং চুল আংশিক পোড়া ছিল বলেই পুলিশ সূত্রে খবর। দেহের ময়নাতদন্ত হলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু কেন?
সূত্রের দাবি, ময়নাতদন্তকারী চিকিৎসক ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে চাইছেন। একইসঙ্গে যিনি ময়নাতদন্ত করেছেন তিনি প্রয়োজনে ঘটনাস্থল এসে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন বলেই সূত্রের খবর। প্রাথমিকভাবে পুলিশকে জানানো হয়েছে মৃত ব্যক্তির শরীরের বাইরে পোড়া ক্ষতচিহ্ন রয়েছে। ভিতরে বেশ কিছু হাড় ভাঙা রয়েছে। হাড় ভাঙার কারণ ঘিরেই দানা বাঁধছে রহস্য।
যেসব হাড় ভাঙা অবস্থায় মিলেছে, এই ধরনের ইনজুরি সাধারণত উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেলে হয়ে থাকে। কিন্তু এই ব্যক্তি যে অবস্থায় পড়ে ছিলেন তাতে এই ধরনের ‘ইন্টারনাল ইনজুরি’ কীভাবে সম্ভব সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
বাগবাজার নিবেদিতা লেনের একটি নির্মীয়মান বহুতলের পিছনের দিকে গ্রাউন্ড ফ্লোর থেকে দেহ উদ্ধার হয়। ওই নির্মীয়মান বহুতলের তিনদিকে দোতলা তিনতলা বাড়ি। সামনের গেট তালা বন্ধ অবস্থায় ছিল। ভিতরে ঢোকা বা ছাদে যাওয়ার রাস্তা বন্ধ ছিল বলেই পুলিশের দাবি। এ ক্ষেত্রে নতুন বহুতলের উপর থেকে পড়ে যাওয়ার বিষয়টিও ক্ষীণ। তাহলে এই ধরনের ইনজুরি কীভাবে হল তা ভাবাচ্ছে পুলিশকে।।
পুলিশ সূত্রে আরও খবর, গতকাল ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতলে দাহ্য তরল (পেট্রোল) উদ্ধার হয়। দেহের পোড়া অংশও নিয়েও রহস্য দানা বেঁধেছে। দেহ পুড়ল কীভাবে তা নিয়েও ধন্দে পুলিশ। ওই দাহ্য তরল আগুন লাগানোর জন্য ব্যবহৃত হয়েছিল কিনা সেই প্রশ্নের উত্তরও এখনও মেলেনি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট এলেই এই মৃত্যুর রহস্যের কিনারা সম্ভব বলেই মনে করছেন তদন্তকারীরা।
