Nabanna: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ কড়া নির্দেশ গেল নবান্ন থেকে

Nabanna: জলসঙ্কট যাতে এবার দেখা না দেয় তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলা শাসকদের বিশেষ নির্দেশ দিলেন মুখ‍্যসচিব। বড় নির্দেশ গেল জনস্বাস্থ্য কারিগরি দফতরের কাছেও।

Nabanna: ‘জল পাওয়া যাচ্ছে না, আর যেন শুনতে না হয়!’ কড়া নির্দেশ গেল নবান্ন থেকে
মনোজ পন্থ Image Credit source: Facebook

| Edited By: জয়দীপ দাস

Apr 20, 2025 | 10:45 AM

কলকাতা: গ্রীষ্মকাল এলেই জলসঙ্কট যেন চেনা ছবি পশ্চিমাঞ্চলের নানা প্রান্তে। এবারে তো বেশ কয়েক মাস আগে থেকেই বাঁকুড়া, পুরুলিয়ার নানা প্রান্তে নিদারুণ জলসঙ্কটের ছবি উঠে আসে খবরের শিরোনামে। কিন্তু, এই ছবি আর দেখতে নারাজ প্রশাসন। নবান্নের সাফ কথা, ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের এই অভিযোগ যেন না ওঠে। দেওয়া হল বড় নির্দেশ। সঙ্কট প্রকট হওয়ার আগেই সাবধান হতে চাইছে নবান্ন। 

জলসঙ্কট যাতে এবার দেখা না দেয় তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলির জেলা শাসকদের বিশেষ  নির্দেশ দিলেন মুখ‍্যসচিব। রাজ্যের প্রতিটি বাড়িতে জল পাঠানোর প্রকল্প জল জীবন মিশনের মাধ্যমে জল পৌঁছে দেও‍য়ার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। বিদত কয়েক বছরে কাজও চলেছে পুরোদমে। তারপরেও অভিযোগের অন্ত নেই। কল আছে কিন্তু জল নেই, অন্যান্য একাধিক জেলার পাশাপাশি পশ্চিমাঞ্চলের একাধিক জেলা থেকে লাগাতার এসেছে এই অভিযোগ। অবিলম্বে এই পরিস্থিতির বদল চান মুখ্যসচিব। 

প্রশাসনিক সূত্রের খবর, যে বাড়িতে কল আছে সেখানে যাতে ঠিকভাবে জল পাওয়া যায় তা নিশ্চিত করতে হবে। ‘জল পাওয়া যাচ্ছে না’ সাধারণ মানুষের তরফ থেকে এই অভিযোগ যেন আর শুনতে না হয়. সাফ কথা মুখ্যসচিবের। রাজ্যের পশ্চিমাঞ্চল বা জঙ্গলমহল এলাকায় গ্রীষ্মকালে জলের আকাল প্রতি বছরের ঘটনা। বাড়ি বাড়ি জল প্রকল্প গেলেও কেন এত অভিযোগ তাই ভাবাচ্ছে নবান্নের কর্তাদের। সমস্য়া সমাধানে তাই জেলাশাসকদের পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দফতরকেও দেখার কথা বলা হল।