Nabanna: শুরু হল কাজ! মুর্শিদাবাদের ঘটনায় যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের তালিকা চাইল নবান্ন

Nabanna: সেখানেই তিনি বলেছেন, মুখ‍্যমন্ত্রীর নির্দেশ মেনে আগে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে। তাঁদের  বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। যাতে দ্রুত তা দিয়ে অন্তত ক্ষতিগ্রস্তরা মাথা গোঁজার ঠাইটুকু পান। পাশাপাশি যাঁদের দোকানও ভেঙেচুরে দেওয়া হয়েছে, তাঁর তালিকাও পাঠাতে বলা হয়েছে এ দিনের বৈঠকে।

Nabanna: শুরু হল কাজ! মুর্শিদাবাদের ঘটনায় যাঁদের বাড়ি ভেঙেছে তাঁদের তালিকা চাইল নবান্ন
ফাইল ছবিImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 19, 2025 | 9:43 PM

কলকাতা: মুর্শিদাবাদের ধুলিয়ান এবং সামশেরগঞ্জের যে সব এলাকায় বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, তার একটি তালিকা চেয়ে পাঠাল নবান্ন। শনিবার বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই তিনি বলেছেন, মুখ‍্যমন্ত্রীর নির্দেশ মেনে আগে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে। তাঁদের  বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। যাতে দ্রুত তা দিয়ে অন্তত ক্ষতিগ্রস্তরা মাথা গোঁজার ঠাইটুকু পান। পাশাপাশি যাঁদের দোকান ভেঙেচুরে দেওয়া হয়েছে, তাঁর তালিকাও পাঠাতে বলা হয়েছে এ দিনের বৈঠকে।

প্রসঙ্গত, হিংসা কবলিত মানুষদের জন্য ক্ষতিপূরণ আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি। অন্যদিকে, যাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে তাঁদের ‘বাংলা আবাস প্রকল্পে’ বাড়ি করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন মমতা। সম্প্রতি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মোয়াজ্জেন, ইমামদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বরাবরের মতো তিনি ধর্মনিরপেক্ষতার বার্তা দেন। বলেন, “লড়াইটা আমাদের সংবিধান রক্ষার, লড়াইটা দেশ রক্ষার, লড়াইটা আমাদের শান্তির পক্ষে, লড়াইটা মানবিকতা, সংহতির পক্ষে।”

সেখান থেকে তিনি এও জানান, তিনি কোনও সম্প্রদায় হিসাবে দেখেন না। মানুষ হিসাবে দেখেন। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে তৃণমূল সরকার ১০ লক্ষ টাকা করে দিয়ে সাহায্য করবে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে। যাঁদের দোকান নষ্ট হয়েছে তার হিসাব-নিকেশ করে মুখ্যসচিব দায়িত্ব নিয়ে কাজটা করবেন। সেই মতোই এ দিন কাজ শুরু করেন মুখ্য়সচিব মনোজ পন্থ। চেয়ে পাঠানো হল ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা।