Nabojoyar Campaign: পুজোর পরই ‘জননেতা’ অভিষেকের নবজোয়ার-২ যাত্রা? পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Nabojoyar Campaign: লোকসভার আগেও কি নবজোয়ারের উপরই আস্থা রাখছে তৃণমূল? তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, উৎসবের মরসুম শেষ হলেই নবজোয়ার-২ নিয়ে অভিযান শুরু করবেন অভিষেক। দলের তরফে এই মর্মে কোনও চূড়ান্ত সফরসূচি বা বিবৃতি আসেনি।

Nabojoyar Campaign: পুজোর পরই 'জননেতা' অভিষেকের নবজোয়ার-২ যাত্রা? পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 9:25 PM

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বাংলাজুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন তিনি। রাজ্যের শাসকদলের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেই যাত্রা জনজোয়ারে পরিণত হয়। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভাল ফলের জন্য অভিষেকের নবজোয়ার যাত্রাকেই কৃতিত্ব দিতে দেখা গিয়েছে তৃণমূলের নেতাদের। আর কয়েকমাস পরই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে কি ফের নবজোয়ার যাত্রা করবেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’?  বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিল এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তৃণমূলের একটি পোস্ট। যে পোস্টে অভিষেককে জননেতা আখ্যা দেওয়া হয়েছে। সেই পোস্টেই নবজোয়ার যাত্রার টুকরো টুকরো চিত্র তুলে ধরা হয়েছে। গণেশ পুজোর দিন নবজোয়ারের ভিডিয়ো পোস্ট করাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে কি সব জল্পনা সত্যি প্রমাণিত করে লোকসভা নির্বাচনের আগেই ফের নবজোয়ার যাত্রা করবেন অভিষেক? 

দুর্নীতির অভিযোগে শাসকদল যখন বিদ্ধ, তখন পঞ্চায়েতের প্রাক্কালে নবজোয়ার যাত্রা শুরু করেন অভিষেক। আর সেই নবজোয়ার কর্মসূচিকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয় তৃণমূল। শাসকদলের নেতারা বলছেন, এই পাল্টা আক্রমণে সাফল্য আসে পঞ্চায়েতে। যদিও তৃণমূলের ভোট সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কিন্তু অঙ্কের হিসেবে রাজ্যের সব জেলায় জেলা পরিষদ গঠন করেছে তৃণমূলই।

লোকসভার আগেও কি তাই নবজোয়ারের উপরই আস্থা রাখছে তৃণমূল? লোকসভা ভোটের এখনও মাস সাতেক বাকি। তবে ভোট এগিয়ে এলে সেই সময় আরও কমবে। তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, উৎসবের মরসুম শেষ হলেই নবজোয়ার-২ নিয়ে অভিযান শুরু করবেন অভিষেক। দলের তরফে এই মর্মে কোনও চূড়ান্ত সফরসূচি বা বিবৃতি আসেনি। তবে আলোচনার অন্ত ছিল না। এরই মধ্যে গণেশ পুজোর বিকেলে শাসকদলের নবজোয়ারের ভিডিয়ো পোস্ট। নিঃসন্দেহে জল্পনা আরও বাড়িয়ে দিল এই পোস্ট।

মালদার ইংলিশবাজারে নবজোয়ার কর্মসূচিতে অংশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছিলেন, নবজোয়ার যাত্রাই বিজেপিকে হঠাবে। রাজনীতির কারবারিরা বলছেন, লোকসভায় রাজ্যে বিজেপিই প্রধান প্রতিপক্ষ তৃণমূলের। পদ্ম শিবিরকে পর্যুদস্ত করতে কি লোকসভার আগে আবার নবজোয়ার যাত্রাকেই হাতিয়ার করছেন অভিষেক? হাতিয়ার করছে তৃণমূল? সিদ্ধিদাতার উৎসবের দিন এই পোস্ট জল্পনা বাড়িয়ে দিল নিঃসন্দেহে।

তৃণমূল শিবিরে জল্পনা, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে নবজোয়ার-২। পাহাড় থেকে সাগর হতে পারে যাত্রা। এই যাত্রা দিয়ে লোকসভা বৈতরণী পেরোতে চাইছে তৃণমূল। সেই জল্পনাই আরও উস্কে দিল শাসকদলের পোস্ট।