শীর্ষ আদালতে তীব্র সমালোচনার মুখে সিবিআই, ঘুরে আসা নারদ মামলার শুনানি বৃহস্পতিবার ফের হাইকোর্টেই

সুপ্রিম কোর্ট ঘুরে নারদ মামলা (Narada Case) ফের হাই কোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানি।

শীর্ষ আদালতে তীব্র সমালোচনার মুখে সিবিআই, ঘুরে আসা নারদ মামলার শুনানি বৃহস্পতিবার ফের হাইকোর্টেই
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 27, 2021 | 11:41 AM

কলকাতা: সুপ্রিম কোর্ট ঘুরে নারদ মামলা (Narada Case) ফের হাই কোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানি। আইনজীবী মহলের ধারণা, বৃহস্পতিবারেই ওই বেঞ্চ কোনও রায় শোনাতে পারে।

গত সোমবার ফের হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি হয়। বুধবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইয়াসের প্রভাবের কথা মাথায় রেখে তা সম্ভব হয়নি। বুধবার ও বৃহস্পতিবার আদালতের সমস্ত কার্যাবলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বুধবারের ঝড়ে কলকাতায় তেমন কোনও প্রভাব না পড়ায় এই সিদ্ধান্তে কিছুটা বদল আসে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আদালত ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো বকেয়া নারদ মামলার শুনানি ধার্য করা হয়েছে বৃহস্পতিবার।

এদিন বেলা সাড়ে ১১টায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে মামলাটি উঠবে।

আরও পড়ুন: জীবনচক্র শেষ হতে চলেছে, তবুও ‘মৃত্যু’র আগে বৃহস্পতিবার বাংলার কোন জেলাগুলিকে ভাসাবে ‘ইয়াস’?

এক নজরে মামলার পর্যায়ক্রম

♦ ২১ মে শুনানিতে শুরু থেকেই হেভিওয়েটদের জামিনের বিষয়টিতে দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেস বিন্দাল তাঁদের গৃহবন্দি রাখার পক্ষে ছিলেন, অপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁদের জামিন দেওয়ার পক্ষে ছিলেন। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ, দুই বিচারপতির মতপার্থক্য হওয়ায় মামলা বৃহত্তর বেঞ্চে যায়।

♦ ২১ মে- নারদ মামলার তদন্তে শুক্রবার পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। এই বৃহত্তর বেঞ্চে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

♦ ২৪ মে- বৃহত্তর বেঞ্চে শুনানি হলেও কোনও রায় ঘোষণা হয়নি।

♦ মধ্যরাতে নাটকীয়ভাবে সিবিআই আর্জি জানায় সুপ্রিম কোর্টে। আবেদনে কিছু ক্রুটি থাকাতে, তা বাতিল হয়। ফের নতুন করে আবেদন করে সিবিআই।

♦ ২৫ মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকার তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। মামলাটি ফের ফেরে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চেই।

বিশেষজ্ঞদের মতে, ২৫ মে সুপ্রিম কোর্টের শুনানিতে যা যা পর্যবেক্ষণ করা হয়েছিল, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ সেই বিষয়গুলিকে সামনে রেখেই এগোবে।