জীবিত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট! বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ

Apr 16, 2021 | 4:48 PM

জীবিত রোগীর ডেথ সার্টিফিকেট জারি করে বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Nantion Medical College) হাসপাতাল।

জীবিত ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট! বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ
সাবির মোল্লা

Follow Us

কলকাতা: জীবিত রোগীর ডেথ সার্টিফিকেট জারি করে বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Nantion Medical College) হাসপাতাল। ওই হাসপাতালের কোভিড আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন ছিলেন বছর পঞ্চাশের সাবির মোল্লা। তাঁর ক্ষেত্রেই এই ঘটনা ঘটেছে।

হাসপাতালে ভর্তি ছিলেন সাবির মোল্লা। শুক্রবার সকালে বেডে তাঁর পাশেই বসে ছিলেন আত্মীয়া। আচমকাই তাঁর ফোনে হাসপাতালের তরফে ফোন আসে। সেখানে তাঁকে বলা হয়, তাঁর রোগীর মৃত্যু হয়েছে। অফিস থেকে ডেথ সার্টিফিকেট তুলে নিতে। শুনেই কেঁদে ফেলেন তিনি। তাঁর রোগী যে পাশেই বসে রয়েছে!

 আরও পড়ুন: ‘পুলিশ দিয়ে সব নিয়ন্ত্রণ হয় না, সচেতন হতে হবে নেতাদেরও’, ভোট আবহে করোনার বাড়বাড়ন্তে পর্যবেক্ষণ হাইকোর্টের

ফোন রেখেই নীচে চলে আসেন ওই মহিলা। দেখা যায়, সত্যিই জীবিত সাবির মোল্লার নামে ডেথ সার্টিফিকেট তৈরি হয়ে গিয়েছে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ভুল স্বীকার করে নেয় কর্তৃপক্ষ। বিষয়টি মিটে গেছে বলে জানিয়ে দেন তিনি।

Next Article