CPIM in Election: ‘নওশাদ ডায়মন্ড-হারবারে দাঁড়াবে বলে দাঁড়ায়নি’, জোট গড়তে অতীত থেকে শিক্ষা নিতে চাইছে সিপিএম

ISF-CPIM: সুজন চক্রবর্তী যেমন বলছেন, “নওশাদ সিদ্দিকী নিজে থেকেই ডায়মন্ড-হারবারে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন। আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপর দেখা গেল উনি আর দাঁড়ালেন না। তাই অতীতটাকে খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতো অভিজ্ঞতা না হয়।”

CPIM in Election: ‘নওশাদ ডায়মন্ড-হারবারে দাঁড়াবে বলে দাঁড়ায়নি’, জোট গড়তে অতীত থেকে শিক্ষা নিতে চাইছে সিপিএম
কী বলছেন সুজন? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 06, 2025 | 8:45 PM

কলকাতা: ভোটের আর খুব বেশি বাকি নেই। জোট নিয়ে দুই শিবিরেই নড়াচড়া শুরু হয়েছে। চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। তবে শেষ পর্যন্ত পরখ করে আইএসএফের সঙ্গে জোট করতে চাইছে সিপিআইএম! কারণ, তাদের বারবার মনে মনে পড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াবে বলেও নওশাদ সিদ্দিকীর পিছিয়ে আসা। ডায়মন্ড হারবার নিয়ে নওশাদ সিদ্দিকীর ভূমিকাকে ভুলতে পারছে না সিপিআইএম। অতীত ধরে পড়ে না থাকলেও কিছু অতীত ভুলতে চায় না সিপিআইএম। এমনটাই মিলছে খবর। এবার তাই আগেভাগেই এগোনো নয়। জোটে পরখ করে এগোতে চায় সিপিআইএম! সেই ইঙ্গিত মিলছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্যেও।

সুজন চক্রবর্তী যেমন বলছেন, “নওশাদ সিদ্দিকী নিজে থেকেই ডায়মন্ড-হারবারে দাঁড়ানোর কথা ঘোষণা করে দিয়েছিলেন। আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপর দেখা গেল উনি আর দাঁড়ালেন না। তাই অতীতটাকে খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতো অভিজ্ঞতা না হয়। এটা বলে ভবিষ্যতের জন্য সুবিধা হবে। ফলে কে কী বলছেন এটার ভিত্তিতে মত দেওয়ার কোনও মানে নেই। প্রত্যেকেই সাবালক। কিন্তু কেউ দাঁড়ালে সব সমীকরণ উল্টে যাবে অথবা পাল্টে যাবে এভাবে দেখাটা উচিত নয়।”  

জোটের বিষয়ে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত ঘোষণা করবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সুজন যদিও বলছেন তাঁদের হাতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। ফলে এখনই জোট নিয়ে বলার সময় আসেনি বলছেন সুজন। প্রসঙ্গত জোটের বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে আর্জি জানিয়ে দিন পনেরো আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন আইএসএফ চেয়্যারম্যান নওশাদ সিদ্দিকী। এদিকে আবার কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও বামেদের শরিক দলগুলির মধ্যেও চাপানউতোর চলছে। এখন দেখার শেষ পর্যন্ত জল কোনদিকে গড়ায়।