Nawsad Siddiqui: ‘সরকারি চাকরি থাকবে নাকি চুক্তিভিত্তিক হয়ে যাবে, তা নির্ভর করছে…’, DA মঞ্চে বলে গেলেন নওশাদ

Sayanta Bhattacharya

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Updated on: Mar 18, 2023 | 11:51 PM

Nawsad Siddiqui: নওশাদ বেরোনোর সময় আন্দোলনকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জানিয়ে যান, 'ধাক্কা দিয়ে যদি কেউ মনে করে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে যাবে, তাহলে সে বৃথা ভাবছে। নওশাদ সিদ্দিকী জীবনের শেষ পর্যন্ত মানুষের জন্য লড়ে যাবে।'

Nawsad Siddiqui: 'সরকারি চাকরি থাকবে নাকি চুক্তিভিত্তিক হয়ে যাবে, তা নির্ভর করছে...', DA মঞ্চে বলে গেলেন নওশাদ
ধর্নামঞ্চে নওশাদ

কলকাতা: সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা ধর্নামঞ্চে অনশনকারীদের সঙ্গে কাটালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)। বিগত কিছুদিনে রাজ্য রাজনীতি যেভাবে মোড় নিয়েছে, তাতে বাংলার সবথেকে চর্চিত বিধায়কদের মধ্যে অন্যতম নওশাদ। বিরোধী শিবিরে বিজেপি ছাড়া একমাত্র বিধায়ক তিনিই। এদিন ডিএ মঞ্চে এসে এক অপ্রীতিকর অভিজ্ঞতার সাক্ষী থাকলেন তিনি। সেখানে নওশাদের গায়ে হাত তোলার চেষ্টা করে এক যুবক। তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। যদিও নওশাদ সিদ্দিকী বলছেন তিনি জানতে পেরেছেন, ওই ব্যক্তি তৃণমূলের লোক। তিনি নাকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য। নওশাদ বেরোনোর সময় আন্দোলনকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে জানিয়ে যান, ‘ধাক্কা দিয়ে যদি কেউ মনে করে নওশাদ সিদ্দিকী ভয় পেয়ে যাবে, তাহলে সে বৃথা ভাবছে। নওশাদ সিদ্দিকী জীবনের শেষ পর্যন্ত মানুষের জন্য লড়ে যাবে।’

প্রসঙ্গত, যিনি এই কাণ্ড ঘটিয়েছেন, সেই অভিযুক্তর নাম আব্দুল সালাম ওরফে তোতা। জানা যাচ্ছে, তিনি হাওড়ার বাঁকড়ার ২ নম্বর পঞ্চায়েতের সদস্য। যদিও উপপ্রধান শেখ মিহির আলি বলছেন, আব্দুল অসুস্থ। তিনি পঞ্চায়েতের সদস্য। তবে বিধানসভার ভোটের আগে আব্দুল আমাদের সঙ্গে থাকেনি। বিজেপি করেছিল।’ উল্লেখ্য, এদিন নওশাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে ময়দান থানায় এফআইআর দায়ের করেন মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ। অভিযোগের ভিত্তিতে আব্দুল সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন সন্ধেয় সরকারি কর্মচারীদের অনশন মঞ্চ থেকে বেরনোর সময় নওশাদ জানিয়ে গেলে, তিনি সবরকমভাবে তাঁদের পাশে থাকবেন। সংবাদমাধ্যমকে বললেন, ‘এই আন্দোলন ৩৭ দিন ধরে চলছে। এই সমস্যা শুধু সরকারি কর্মচারীদের নয়। বাংলার আগামী দিনের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে। আগামী দিনে সরকারি চাকরি থাকবে নাকি চুক্তিভিত্তিক হয়ে যাবে, তা নির্ভর করছে এর উপরে।’ উল্লেখ্য, নওশাদকে এদিন যেভাবে ধাক্কা দেওয়া হয়েছে, তা মোটেই ভালভাবে দেখছেন না আন্দোলনরত সরকারি কর্মচারীরাও। নওশাদও পুলিশকে অনুরোধ করেছেন, যাতে অনশন মঞ্চে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেইদিকে নজর রাখার জন্য।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla