TMC vs BJP: ভোটের আগে বিজেপিতে রক্তক্ষরণ, প্রায় ২০০ কর্মী চলে গেল তৃণমূলে

TMC vs BJP: তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী বলেন, এখানে বিজেপির বিধায়ক, সাংসদ রয়েছে। তাঁরা কোনও কাজ করে না। তাই মমতা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে ওরা তৃণমূলে যোগদান করেছে। আগামীতে তৃণমূলের হয়েই কাজ করবে।

TMC vs BJP: ভোটের আগে বিজেপিতে রক্তক্ষরণ, প্রায় ২০০ কর্মী চলে গেল তৃণমূলে
চর্চা শুরু জেলার রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 15, 2025 | 5:08 PM

কলকাতা: ছাব্বিশের ভোটের সলতে পাকানো শুরু হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। বাড়ছে উত্তাপ। এরইমধ্যে এবার রক্তক্ষরণ পদ্ম শিবিরে। বিজেপি ছেড়ে প্রায় দু’শো কর্মী নাম লেখালেন ঘাসফুল শিবিরে। ওল্ড মালদহের মহিষবাথানি অঞ্চলের গোসাই মোড় এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এদিন এই যোগদান পর্বটি চলে। 

এদিনের কর্মসূচিতে ছিলেন পুরাতন মালদহের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল। তিনি ছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী, তৃণমূল নেতা সারাফত আলী-সহ আরও অনেক ঘাসফুল নেতা। তাঁরাই এদিন বিজেপি ছেড়ে আসা কর্মীদদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।  

তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী বলেন, এখানে বিজেপির বিধায়ক, সাংসদ রয়েছে। তাঁরা কোনও কাজ করে না। তাই মমতা দিদির কাছে অনুপ্রাণিত হয়ে ওরা তৃণমূলে যোগদান করেছে। আগামীতে তৃণমূলের হয়েই কাজ করবে। তবে খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। মালদহ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, তৃণমূলের কেউ যায়নি। ওদেরই কর্মীরাই দলে যোগদান করেছে। আসলে পুরোটাই হাওয়া গরম করার চেষ্টা।