
কলকাতা: একদিকে যখন তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা বাড়ছে, তার মধ্যেই পশ্চিমবঙ্গের জন্য নতুন প্রদেশ কমিটি ঘোষণা করল কংগ্রেস। সেই নেতৃত্বের তালিকায় নীচের দিকে নামল অধীর চৌধুরীর নাম। জেলাগুলির সংগঠনেও অনেক বদল আনা হয়েছে। বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের ঘনিষ্ঠ নেতাদের নাম জায়গা করে নিয়েছে বলেই জানা গিয়েছে।
‘পলিটিক্যাল অ্যাফেয়ার্স’ কমিটিতে অধীরের আগে রয়েছে গোলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য এবং দীপা দাশমুন্সির নাম। তারপর রয়েছে অধীর চৌধুরীর নাম। ঘোষিত হয়েছে জেলাস্তর সহ অন্যান্য কমিটিও। কার্যত পুনর্গঠন করা হয়েছে প্রদেশ কংগ্রেস। তবে অধীরের কথা মতো মুর্শিদাবাদ জেলাকে ভাঙা হয়নি। সেখানে সভাপতি করা হয়েছে মনোজ চক্রবর্তীকে। মালদহে দায়িত্ব পেয়েছেন কংগ্রেস সাংসদ ইশা খান। নদিয়া, উত্তর ২৪ পরগনার (গ্রামীন), দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুরকে ভেঙে দুভাগ করা হয়েছে।
একাধিক জেলাকে ভাঙা হয়েছে। এছাড়া আগে ‘পলিটিক্যাল অ্যাফেয়ার্স’ বলে কোনও কমিটি ছিল না, সেটাই এবার গঠন হল। সম্পাদক (সংগঠন) বলেও একটি টিম তৈরি করা হয়েছে, যা অতীতে ছিল না। ২০২৬-এর নির্বাচনের আগে নির্বাচনকে সামনে রেখেই এই কমিটি গঠন করা হল বলে মনে করা হচ্ছে। দায়িত্ব দেওয়া হয়েছে প্রচুর নতুন মুখকে।
২০২১-এর নির্বাচনে শূন্যে নেমে যায় কংগ্রেস, বিধানসভায় কোনও অস্তিত্বই নেই। তাই এবার রাজ্যে বিধানসভা ভোট কংগ্রেসের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এদিকে, দিল্লিতে সম্প্রতি রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কথা বলতে দেখা গিয়েছে, তাতে তৃণমূল ও কংগ্রেসের জোট নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেসের এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।