কলকাতা: রাজ্যের দৈনিক সংক্রমণ ফের কিছুটা বাড়ল। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। দৈনিক পজিটিভিটি রেট ৩২.১৩ শতাংশ। মোট সংক্রমিতের মধ্যে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
গত একদিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৩৯ জন। সুস্থতার হার ৯১.৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ৪৩টি। গত ২৪ ঘণ্টায় তিন জেলায় মৃত্যু হয়েছে ৪ জন করে। হুগলি, হাওড়া ও উত্তর ২৪ পরগনা রয়েছে তালিকায়। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় ২ জন করোনার বলি হয়েছেন। পশ্চিম বর্ধমানে মারা গিয়েছেন ১ জন। উত্তরবঙ্গের গত একদিনে করোনার বলি বেড়েছে। চার জেলায় মোট পাঁচ জন মারা গিয়েছেন। মালদহে ২ জন, দার্জিলিং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: রবিবার-০, মঙ্গলবার-০, বুধবার-০, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-১।
মালদহ– গতকাল আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-২।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৪২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৬৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ৭০১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৩৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৮ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৭৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১০১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ১৩৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২৭ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-৪।
হুগলি– গতকাল আক্রান্ত ১১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৫৯ জন। মৃত্যু: বুধবার-৮, বৃহস্পতিবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৪৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫৫ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৭০৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯০১ জন। মৃত্যু: বুধবার-৭, বৃহস্পতিবার-৬।
আরও পড়ুন: PM Modi Meeting: ‘আমাদের সতর্ক থাকতে হবে, ভয় পেলে চলবে না’, ওমিক্রন নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর