Covid Bulletine: পাঁচের ঘরে নেমে এল দৈনিক পজিটিভিটি রেট, ধীরে ধীরে লাগাম সংক্রমণে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 29, 2022 | 8:55 PM

Covid19: দৈনিক পজিটিভিটি রেট নেমে এসেছে পাঁচের ঘরে, ৫.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ হাজার ১২৫টি।

Covid Bulletine: পাঁচের ঘরে নেমে এল দৈনিক পজিটিভিটি রেট, ধীরে ধীরে লাগাম সংক্রমণে
কোভ্যাকসিন নিচ্ছে এক স্কুল পড়ুয়া। ছবি PTI

Follow Us

কলকাতা: রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ (Covid19)। কমেছে দৈনিক পজিটিভিটি রেটও (Positivity Rate)। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর যে বুলেটিন (Covid Bulletine) প্রকাশ করেছে, সেই অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১২ জন। একদিনে মৃত্যু হয়েছে ৩৫ জনের। দৈনিক সুস্থতার হার ৯৭.০৬ শতাংশ। সুস্থ হয়েছেন ১১ হাজার ২৮৮ জন। দৈনিক পজিটিভিটি রেট নেমে এসেছে পাঁচের ঘরে, ৫.৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬২ হাজার ১২৫টি। এদিন করোনা পরিস্থিতি নিয়ে পাঁচ রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। পশ্চিমবঙ্গও ছিল সেই তালিকায়। এছাড়াও ছিলেন বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের প্রতিনিধিরা বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন টেলিমেডিসিন, টিকাকরণ এবং কোভিডবিধি নিয়ে আলোচনা হয়েছে।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১০০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৯ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১৩ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৮ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

নদিয়া– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৩ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ২১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫৩ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৬ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-২।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৮৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৮ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

হাওড়া– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-২।

হুগলি– গতকাল আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩৮ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-৪।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৪৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪২ জন। মৃত্যু: শুক্রবার-৯, শনিবার-১০।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ২৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৯৩ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-৫।

কলকাতা– গতকাল আক্রান্ত ৪৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫১১ জন। মৃত্যু: শুক্রবার-৮, শনিবার-৩।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: ‘কাউন্সিলর কোনও দলের হয় না’… সকলের জন্য কাজের পাঠ মহানাগরিক ফিরহাদের

Next Article