Covid Bulletin: আশার আলো… স্বস্তি দিচ্ছে রাজ্যে একদিনের সংক্রমণ, পজিটিভিটি রেটও নেমেছে

Covid in Bengal: গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একইসঙ্গে রাজ্যে পজিটিভিটি রেটও দশের নিচে নেমেছে।

Covid Bulletin: আশার আলো... স্বস্তি দিচ্ছে রাজ্যে একদিনের সংক্রমণ, পজিটিভিটি রেটও নেমেছে
মুম্বইয়ের একটি স্কুলে স্যানিটাইজেশন চলছে। ছবি PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2022 | 8:47 PM

কলকাতা: ধীরে ধীরে আশার আলো দেখছে বঙ্গবাসী। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এক ধাক্কায় অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮০ জন। একইসঙ্গে রাজ্যে পজিটিভিটি রেটও দশের নিচে নেমেছে। গত একদিনে পজিটিভিটি রেট ৯.৫৩ শতাংশ। স্বস্তির খবর কলকাতাবাসীর জন্যও। একদিনে হাজারের নিচে নেমেছে মহানগরের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৯৭৩ জন। তবে সংক্রমণ কমলেও উদ্বেগ রয়েছে দৈনিক মৃত্যুতে।

রাজ্যে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। এর মধ্যে কলকাতায় ১০ জন রয়েছেন। এরপরই রয়েছে হাওড়া ও বীরভূম। গত ২৪ ঘণ্টায় ৬ জন করে মারা গিয়েছেন দুই জেলায়। উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৪১৮ জন। সুস্থতার হার ৯৩.৩৬ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৭৩ হাজার ২১৪।

কোন জেলায় কত আক্রান্ত এক নজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯২ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৮১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২১ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-২।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৬ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৩ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৩ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-১।

মালদহ– গতকাল আক্রান্ত ৪৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪৪ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৯ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০৮ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯২৫ জন। মৃত্যু: শনিবার- ৩, রবিবার-৬।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭০ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৭ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৬ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪২৮ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৫ জন। মৃত্যু: শনিবার- ১, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭২ জন। মৃত্যু: শনিবার- ২, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭৩ জন। মৃত্যু: শনিবার- ০, রবিবার-২।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৭৬ জন। মৃত্যু: শনিবার- ৭, রবিবার-৬।

হুগলি– গতকাল আক্রান্ত ৩৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১০ জন। মৃত্যু: শনিবার- ২, রবিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৩৭ জন। মৃত্যু: শনিবার- ৬, রবিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩০৭ জন। মৃত্যু: শনিবার- ৩, রবিবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৪৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫১২ জন। মৃত্যু: শনিবার- ৭, রবিবার-১০।

আরও পড়ুন: West Bengal BJP: ‘পার্টি বিরোধী বিবৃতি’ কেন? বিজেপি শো কজ চিঠি ধরাল জয়প্রকাশ, রীতেশকে