কলকাতা: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭৪ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৩১ জনের। পজিটিভিটি রেট ২.০৫ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮৬৭। বুধবার নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৯ হাজার ১৯ জনের। একদিনে আক্রান্ত হয়েছিলেন ৮০৩ জন। ১২ জনের মৃত্যু হয়েছিল।
সামনে এসেছে করোনার নতুন ভ্যারিয়েন্টের কথা। দক্ষিণ আফ্রিকায় এর দাপাদাপিও শুরু হয়েছে। নাম দেওয়া হয়েছে সুপার ভ্যারিয়েন্ট। হংকং, বতসোয়ানাতেও দেখা মিলেছে তার। চিকিৎসকরা বার বারই বলেছিলেন, তৃতীয় ঢেউ কতটা ভয়াবহ হবে বা আদৌ হবে কি না তা নির্ভর করবে নতুন কোনও ভ্যারিয়েন্টের গতি প্রকৃতির উপর। তবে কি ফিরছে বিপদের দিনরাত্রি? সুপার ভ্যারিয়েন্ট সে প্রশ্নই উস্কে দিচ্ছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…
আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২৭ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩০ জন। মৃত্যু: বুধবার- ২, বৃহস্পতিবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৬ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার- ১, বৃহস্পতিবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৭ জন। মৃত্যু: বুধবার- ২, বৃহস্পতিবার-২।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৫ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৬ জন। মৃত্যু: বুধবার- ৪, বৃহস্পতিবার-২।
আরও পড়ুন: কালীঘাটে গেস্ট হাউজে একাই উঠেছিলেন মহিলা, বুধবার বিকেলে রুমবয়ের নজরে আসে ভয়ঙ্কর দৃশ্য