Covid Update: এক ধাক্কায় ১১ হাজার নমুনা পরীক্ষা কমল রাজ্যে, তবুও পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখীই

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 05, 2021 | 10:59 PM

Corona in Bengal: গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।

Covid Update: এক ধাক্কায় ১১ হাজার নমুনা পরীক্ষা কমল রাজ্যে, তবুও পজিটিভিটি রেট ঊর্ধ্বমুখীই
বঙ্গের করোনা পরিস্থিতি একনজরে

Follow Us

কলকাতা: এক ধাক্কায় কোভিডের (Covid-19) নমুনা পরীক্ষা ১১ হাজার কমল রাজ্যে। তবে পজিটিভিটি রেট কিন্তু তাতেও দমানো যায়নি। সে পারদ ঊর্ধ্বমুখীই। বৃহস্পতিবার এ রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছিল ৪১ হাজার ৩৪১ জনের। শুক্রবার তা কমে ৩০ হাজার ২১২ হয়। কিন্তু পজিটিভিটি রেট যা বৃহস্পতিবার ছিল ২.২২ শতাংশ, শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী তা ২.৫৩ শতাংশ হয়েছে।

গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। সুস্থ হয়েছেন ৮০৬ জন। শতাংশের নিরিখে সুস্থতার হার ৯৮.২৯। একদিনের সংক্রমণে শুক্রবারও শীর্ষে কলকাতা। ২০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহানগর। ১৩ জনের মধ্যে ৪ জনই কলকাতার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তিন জন করে মারা গিয়েছেন। হুগলিতে মৃত্যু হয়েছে ২ জনের। জলপাইগুড়িতে করোনার বলি হয়েছেন ১ জন।

রাজ্যে জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় ৩। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-, শুক্রবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: হস্পতিবার-৫, শুক্রবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।

কলকাতা– গতকাল আক্রান্ত ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৫, শুক্রবার-৪।

আরও পড়ুন: Subrata Mukherjee Passes Away: মিছিল করে কেওড়াতলা পর্যন্ত প্রিয় সুব্রতদাকে এগিয়ে দিল অগণিত গুণমুগ্ধ

Next Article