AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Corona Update: আজও ৮০০ পার, পজিটিভিটি রেটও উপরেই! রাজ্যে করোনায় মৃত ১৪

Covid Death: বৃহস্পতিবার যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়, ৭ জন।

Corona Update: আজও ৮০০ পার, পজিটিভিটি রেটও উপরেই! রাজ্যে করোনায় মৃত ১৪
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 8:47 PM
Share

কলকাতা: নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাড়ছে পজিটিভিটির হার (Covid19)। বাড়ছে দৈনিক সংক্রমণও। বৃহস্পতিবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের। পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার ১৮টি। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭৭৫ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।

বুধবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৭ জন। বৃহস্পতিবার সে তুলনা সামান্য কমেছে সংক্রমণ। তবে তা খুব একটা উল্লেখ্য নয়। বরং আলোচনা দরকার পজিভিটি রেট ও মৃত্যু নিয়ে। কারণ বুধবার পজিটিভিটি রেট ছিল ২.৪৩ শতাংশ। যা একদিনে ঊর্ধ্বমুখী। অন্যদিকে বুধবার করোনার বলি হয়েছিলেন ৯ জন। একদিনে যা বেড়েছে।

বৃহস্পতিবার যে ১৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়, ৭ জন। এরপরই কলকাতায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় একজন করে মারা গিয়েছেন।

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৭ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার-১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বুধবার- ১, বৃহস্পতিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬ জন। মৃত্যু: মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৭।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: বুধবার- ০, বৃহস্পতিবার-১ ।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: বুধবার- ২, বৃহস্পতিবার-৫।