Covid Update: ভয়ঙ্কর চেহারা! গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ৬ হাজার পার, কলকাতাতেই ৩ হাজারের উপরে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jan 02, 2022 | 7:53 PM

Corona in Bengal: একইসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

Covid Update: ভয়ঙ্কর চেহারা! গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ৬ হাজার পার, কলকাতাতেই ৩ হাজারের উপরে
করোনার লম্বা লাফ শহরে। ছবি পিটিআই।

Follow Us

কলকাতা: রাজ্যে দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্যে এক লাফে দেড় হাজার বাড়ল সংক্রমণ। কলকাতার অবস্থা দেখে কার্যত আঁতকে উঠছেন চিকিৎসকরাই। রবিবার একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হলেন ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জনই কলকাতার। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিনে তুলে ধরা হয়েছে এ তথ্যই।

একইসঙ্গে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৪০৭ জন। শতাংশের হারে ৯৭.৭৭ শতাংশ। পজিটিভি রেটও বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় এই রেট ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৮,৬৩৩।

দেখে নিন জেলাগুলির কোভিড-মিটার…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০২ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৩৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৯ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ১৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৬৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৯ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৩।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২১ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৩৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬৫ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।

আরও পড়ুন: বাতিল নয় দুয়ারে সরকার! কবে থেকে, দিনক্ষণ ঘোষণা নবান্নের

 

Next Article