Corona Update: পুজোর কলকাতায় সংক্রমণের গ্রাফ চড়েই রয়েছে, একদিনে আক্রান্ত ১২৭

Durga Puja: সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

Corona Update: পুজোর কলকাতায় সংক্রমণের গ্রাফ চড়েই রয়েছে, একদিনে আক্রান্ত ১২৭
বঙ্গের করোনা পরিস্থিতি একনজরে
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2021 | 12:55 AM

কলকাতা: পুজোর মরসুমে বিপদের (COVID19) চোখ রাঙানি রয়েছেই। করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা যেমন একদিকে ভয় ধরাচ্ছে। একই সঙ্গে পুজোর সময় রাস্তায় এত সংখ্যক মানুষের ঢল নিয়েও রয়েছে উদ্বেগ। হাজার, হাজার মানুষ ‘প্যান্ডেল হপিং’-এ ব্যস্ত। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেখছেন কলকাতা থেকে জেলাগুলির সেরার সেরা পুজো। কিন্তু প্রশ্ন তো থেকেই যাচ্ছে, এত মানুষের জমায়েতে কি আর স্বাস্থ্যবিধি মানা যায়? ইদানিং করোনা যে আবার মাথাচাড়া দিচ্ছে স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট।

শুক্রবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ৫০৬ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ২১৭টি। পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

কোচবিহার- গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

দার্জিলিং- গতকাল আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-১।

কালিম্পং- গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

জলপাইগুড়ি- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

উত্তর দিনাজপুর- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

মালদহ-গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

মুর্শিদাবাদ- গতকাল আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

নদিয়া- গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪ জন। বৃহস্পতিবার মৃত্যু-১, শুক্রবার মৃত্যু-০।

বীরভূম- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

পুরুলিয়া- গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

বাঁকুড়া- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

ঝাড়গ্রাম- গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

পশ্চিম মেদিনীপুর- গতকাল আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

পূর্ব মেদিনীপুর- গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

পূর্ব বর্ধমান- গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

পশ্চিম বর্ধমান- গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-১।

হাওড়া- গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। বৃহস্পতিবার মৃত্যু-২, শুক্রবার মৃত্যু-০।

হুগলি- গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৮ জন। বৃহস্পতিবার মৃত্যু-০, শুক্রবার মৃত্যু-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। বৃহস্পতিবার মৃত্যু-২, শুক্রবার মৃত্যু-৪।

দক্ষিণ ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। বৃহস্পতিবার মৃত্যু-২, শুক্রবার মৃত্যু-০।

কলকাতা- গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। বৃহস্পতিবার মৃত্যু-২, শুক্রবার মৃত্যু-৩।

আরও পড়ুন: Global Hunger Index: ক্ষুধা সূচকে ‘অবৈজ্ঞানিক পদ্ধতি’র প্রয়োগেই পিছিয়ে ভারত: দিল্লি