কলকাতা: বছর শেষেও উদ্বেগ বাড়াল করোনা। ব্রিটেনের করোনার স্ট্রেন মিলেছে কলকাতায়ও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু হয়ে গিয়েছে সবরকম প্রস্তুতি। দু’টি বিমানের ৪০০-এর বেশি যাত্রীর আরটি-পিসিআরের নমুনা পরীক্ষা হবে। তৈরি হচ্ছে তারই তালিকা। যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যপাল পদ থেকে ধনখড়ের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের
শিলিগুড়ি, আলিপুরদুয়ারের সাতজন যাত্রী রয়েছেন তালিকায়। বেশিরভাগ কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলির বাসিন্দা। এই সব জেলার নমুনা পরীক্ষা হবে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে। উত্তরবঙ্গের বাসিন্দাদের নমুনা সেখানকার ল্যাবরেটরিতে পরীক্ষার পাশাপাশি স্কুল অব ট্রপিক্যালেও পাঠানো হবে।
আরও পড়ুন: করোনার গলায় ঘণ্টা বাঁধবে কে? উদাসীন নেতা-মন্ত্রীরা, উদ্বেগে চিকিৎসকরা
মূলত ৯ ডিসেম্বরের পর যে দু’টি বিমান কলকাতায় এসেছে তাদের যাত্রীদেরই নমুনা পরীক্ষার তালিকায় রাখা হচ্ছে। ৯ ডিসেম্বরের আগে ব্রিটেন থেকে কলকাতায় আসা একজন যাত্রীর করোনা ধরা পড়েছে। তিনি মেডিকায় ভেন্টিলেশনে রয়েছেন। তাঁর দেহে ব্রিটেনের স্ট্রেন রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।