Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ

Sayanta Bhattacharya | Edited By: সঞ্জয় পাইকার

Mar 18, 2025 | 7:39 AM

Eastern Railway: ফুয়েলিং ইনস্টলেশনগুলো রেলপথের পাশেই হয়ে থাকে। যাতে ট্রেনগুলি সুবিধাজনক স্থানে জ্বালানি নিতে পারে। রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করার কারণ জানিয়ে পূর্ব রেলের তরফে বলা হয়, এতদিন রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের বেলিয়াঘাটা লোকো শেড কিংবা শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য আসতে হত।

Eastern Railway: শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
রাণাঘাটে ফুয়েলিং পয়েন্ট
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: জ্বালানি ভরতে প্রায় ৭০ কিমি পথ পাড়ি দিতে হত। যার ফলে খরচ বাড়ত। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে এবার থেকে আর এতটা পথ পাড়ি দিতে হবে না। শিয়ালদহ ডিভিশন রাণাঘাটে ডিজেল লোকোমোটিভের জন্য আধুনিক ফুয়েলিং পয়েন্ট চালু করল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এতে সময়ও বাঁচবে ও খরচও কম হবে।

ফুয়েলিং পয়েন্টের গুরুত্ব উল্লেখ করে রেলের তরফে বলা হয়েছে, ফুয়েলিং ইনস্টলেশন রেলওয়ে যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো। যা ট্রেনের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্রুত ফুয়েলিং হলে ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করতে পারে। সঠিক নিরাপত্তা বৈশিষ্ট্যসহ ফুয়েলিং ইনস্টলেশন দুর্ঘটনার ঝুঁকি কমিয়ে ট্রেন চলাচলের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। এছাড়াও, এটি খরচ কমাতে এবং আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফুয়েলিং ইনস্টলেশনগুলো রেলপথের পাশেই হয়ে থাকে। যাতে ট্রেনগুলি সুবিধাজনক স্থানে জ্বালানি নিতে পারে। রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করার কারণ জানিয়ে পূর্ব রেলের তরফে বলা হয়, এতদিন রাণাঘাটের আশপাশের ডিজেল লোকোদের বেলিয়াঘাটা লোকো শেড কিংবা শিয়ালদহ-তে ফুয়েলিংয়ের জন্য আসতে হত। অনেকটা সময় লাগত। খরচও বাড়তি হত। সেকথা মাথায় রেখেই রাণাঘাটে নতুন ফুয়েলিং পয়েন্ট চালু করা হল।

এই খবরটিও পড়ুন

পূর্ব রেলের তরফে বলা হয়, রাণাঘাটে নতুন ফুয়েলিং ইনস্টলেশনটি ট্রেনের কার্যকর, নিরাপদ এবং পরিবেশবান্ধব অপারেশন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি খরচ কমিয়ে আয় বাড়াতে সাহায্য করবে।