Bikash Bhavan Protest: আবার ভাঙল বিকাশ ভবনের ব্যারিকেড, পুলিশের সামনেই বসে পড়ল বিক্ষোভকারীরা
Bikash Bhavan: বিক্ষোভরত শিক্ষক-শিক্ষাকর্মীরা ফের ব্যারিকেড ফেলে দিলেন। পুলিশের সামনেই বসে পড়লেন তারা। চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

কলকাতা: নতুন করে ফের উত্তেজনা। বৃহস্পতিবারের পর আজ, শুক্রবার সকালেও বিকাশ ভবনে উত্তেজনা। বিক্ষোভরত শিক্ষক-শিক্ষাকর্মীরা ফের ব্যারিকেড ফেলে দিলেন। পুলিশের সামনেই বসে পড়লেন তারা। চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিচ্ছেন তারা। মোতায়েন রয়েছে পুলিশের বিপুল বাহিনী।
গতকাল গেট ভাঙার পর বিকাশ ভবনের সামনে বিরাট ব্য়ারিকেড করা ছিল। আজ সকালে আন্দোলনকারীরা পুলিশের সামনেই জোর করে টেনে সেই ব্য়ারিকেড সরিয়ে দেন। পুলিশ এগিয়ে আসতেই বিকাশ ভবনের বাইরেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরি ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি পুলিশকে দেখে ধিক্কার স্লোগানও দেন তারা।
নিয়োগ দুর্নীতির কোপে রাজ্যের শিক্ষকরা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি ফেরানোর দাবিতে গত এপ্রিল থেকেই বিক্ষোভ-আন্দোলন করছেন। গতকাল, ১৫ মে ফের একবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের প্রধান দরজা।
বিকাশ ভবনের বাইরে বসেই বিক্ষোভ দেখাচ্ছিলেন আন্দোলনকারীরা। রাতে উত্তেজনা বাড়ে। পুলিশের সঙ্গে কার্যত সংঘর্ষ বাধে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষাকর্মীদের। আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জের অভিযোগ করা হয়েছে পুলিশের বিরুদ্ধে। পাল্টা ইট ছোড়ার অভিযোগ উঠেছে চাকরিহারাদের বিরুদ্ধেও। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিকাশ ভবনের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন সরকারি কর্মীরা। তাতেই ক্ষোভে ফুঁসে ওঠেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাদের বাধা দেয় পুলিশ। মুহূর্তেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই পুলিশ আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে।
এরমধ্যে আজ সকাল হতেই নতুন করে উত্তেজনা শুরু হয়। গতকাল গেট ভাঙার পর বিকাশ ভবনের সামনে যে ব্য়ারিকেড করা হয়েছিল, তা আজ সকালে ভেঙে সরিয়ে দেন আন্দোলনকারীরা। বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করবেন তারা, এমনটাই জানিয়েছেন।
এক আন্দোলনকারী বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থানেই রয়েছি। আমরা কোনও ভাঙচুর করিনি। আমরা রাস্তায় বসে থাকব।”





