Newtown: হবু স্বামীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন, শরীর থেকে ছিন্ন হয়ে গেল হাত! সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর ঘটনা

Newtown Accident: প্রতিশ্রুতি তাঁর হবু স্বামীর বাইকে বসে নিউটাউনের দিকে আসছিলেন। সে সময়ে  সরকারি রুটের বাস এয়ারপোর্টের দিক থেকে নিউটাউনের দিকে আসছিল। বাসের সামনে পড়ে যায় প্রতিশ্রুতির হবু স্বামীর বাইক।

Newtown: হবু স্বামীর সঙ্গে বাইকে যাচ্ছিলেন, শরীর থেকে ছিন্ন হয়ে গেল হাত! সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর ঘটনা
নিউটাউনের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2025 | 2:15 PM

কলকাতা: নিউটাউন সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনায় হাত বাদ গেল বছর পঁঁচিশের তরুণীর। ঘটনাস্থলে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ। জানা গিয়েছে, আহত ওই তরুণীর নাম প্রতিশ্রুতি রায়চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসতের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিশ্রুতি তাঁর হবু স্বামীর বাইকে বসে নিউটাউনের দিকে আসছিলেন। সে সময়ে  সরকারি রুটের বাস এয়ারপোর্টের দিক থেকে নিউটাউনের দিকে আসছিল। বাসের সামনে পড়ে যায় প্রতিশ্রুতির হবু স্বামীর বাইক। টাল সামলাতে না পেরে বাইক থেকে ছিটকে পড়ে যান প্রতিশ্রুতি।

নিজেকে সামলে নেওয়ার আগেই সরকারি বাসের চাকা চলে যায় তাঁর হাতের উপর দিয়ে। হাত একে থেঁতলে যায়। দেহের থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িঘড়ি তাঁকে  উদ্ধার করে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁকে বারাসতের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে যুবতীর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র মারফত খবর।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “খুবই ভয়ঙ্কর ঘটনা। বাইক আসলে বাসটির সামনে চলে আসে। ওই যুবতী বাইকের পিছন থেকে ছিটকে পড়ে। হাতটা পুরো শরীর থেকে ছিন্ন হয়ে যায়। সরকারি বাসগুলো এমনিতেই কোনও গতির পরোয়া করে না। ট্রাফিক পুলিশ ছিল। তবে সরকারি বাসগুলো এই রাস্তায় প্রচণ্ডই জোরে চলে।”