রাজ্যের মন্ত্রীর সামনে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ! ময়দানে নেমেই গুরুত্বপূর্ণ নথি এনআইএ-এর হাতে

গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা (Nimtita) স্টেশনে বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেন।

রাজ্যের মন্ত্রীর সামনে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ! ময়দানে নেমেই গুরুত্বপূর্ণ নথি এনআইএ-এর হাতে
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 7:28 PM

কলকাতা: নিমতিতাকাণ্ডে তল্লাশি শুরু করল এনআইএ (NIA)। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খন্ডেও তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। বুধবারই এই অভিযান চলে। তদন্তকারীরা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে। একইসঙ্গে উদ্ধার হয়েছে কিছু ইলেকট্রনিক্স গেজেটও। বিস্ফোরণের তদন্তে এই সমস্ত নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই এনআইএ সূত্রে খবর।

গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বোমার আঘাতে গুরুতর জখম হন রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিন জেলা থেকে কলকাতায় আসার জন্য ট্রেন ধরতে যাচ্ছিলেন জাকির। নিমতিতা স্টেশনে তাঁর একদম সামনেই ভয়ঙ্কর বিস্ফোরণটি হয়। গুরুতর জখম হন মন্ত্রী-সহ তাঁর বেশ কয়েকজন অনুগামী।

প্রাথমিক তদন্তে যে সমস্ত তথ্য উঠে আসে, তাতে অনুমান করা হচ্ছে এই বিস্ফোরণ আসলে আইইডি বিস্ফোরণ। প্রথমে সিআইডি ও এসটিএফ তদন্ত শুরু করলেও আইইডি তত্ত্ব যুক্ত হতেই তদন্তভার বর্তায় এনআইএ-এর হাতে। সিআইডি তাদের সমস্ত নথি এই তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করার পরই পুরোদমে তদন্তে নামে তারা।

আরও পড়ুন: ফের রাজ্যে নরেন্দ্র মোদী, ১ এপ্রিল থেকেই শুরু করতে পারেন তৃতীয় দফার প্রচার

এরপরই বুধবার গভীর রাত থেকে দফায় দফায় চলে অভিযান। মুর্শিদাবাদের বিয়ন শেখ ও মহম্মুদিন শেখ ওরফে মোহন কসাইয়ের বাড়িতে বুধবারই অভিযান চালায় তারা। একইসঙ্গে পশ্চিম সিংভূমের মাঝগাঁওয়ের সহিদুল ইসলামের বাড়িতেও যান তদন্তকারীরা। এনআইএ সূত্রে খবর, বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে এই অভিযানে। সঙ্গে কিছু বৈদ্যুতিন গেজেট। যেটা বিস্ফোরণের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা।