কলকাতা: করোনায় মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ফলে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যাওয়া উপক্রম হয়েছে এ রাজ্যেও। লাগাম ছাড়া মৃত্যুর জেরে এ শহরের হাসপাতালগুলির মর্গে লাশ রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এমনকি, শ্মশানেও দাহ করার আগেই জমে গিয়েছে শয়ে শয়ে দেহ। এই পরিস্থিতির মধ্যেই এ বার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনায় মৃতদের দেহ দাহ করা হবে।
সোমবার রাত পর্যন্ত একটানা নিমতলা শ্মশানে শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দেহ দাহ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এর জন্য নিমতলা শ্মশানের ১২ টি চুল্লি টানা ১৫ ঘণ্টা কাজ করবে বলে জানানো হয়েছে। গতকালের পাওয়া খবর অনুযায়ী, গতকাল যে মৃতদেহের সংখ্যাটা ২১০-এর আশেপাশে ছিল, তা আজ বেড়ে ৩০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই অবস্থায় গতকালই এমন পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ তার বাস্তবায়ন হল।
আরও পড়ুন: বিয়েবাড়ির জমায়েতে রাশ টানল রাজ্য, কোন কোন দোকান খোলা যাবে? বিজ্ঞপ্তি নবান্নর
আজ রাত ৮ টা থেকে শুরু হবে এই কাজ। সোমবার মধ্যরাত পর্যন্ত নিমতলা শ্মশানের ১২ টি চুল্লিতে শুধুমাত্র কোভিডে মৃত ব্যক্তিদের দেহ দাহ করা হবে। অন্যান্য কারণে মৃত ব্যক্তিদের দেহ সেখানে পোড়ানো হবে কি না সেই সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে আগামী সোমবার মধ্যরাতের পর। এই সময়ে অন্যান্য মৃতদেহগুলিকে পাশ্ববর্তী শ্মশানগুলিতে পোড়ানোর আবেদন জানানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে।
আরও পড়ুন: প্লাস্টিক খুলতেই বিস্ফোরণ, বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু বম্ব স্কোয়াডের অফিসারের