Nizam Palace: ভয়ঙ্করকাণ্ড! উপুড় হয়ে পড়ে রয়েছে দেহ, নিজাম প্যালেসে CBI দফতরের নিরাপত্তাকর্মীর অস্বাভাবিক মৃত্যু
Nizam Palace: মৃত কলকাতার আর্মড পুলিশের গার্ড। বৃহস্পতিবার তাঁর নিজাম প্যালেসে ডিউটি ছিল। সহকর্মীরা জানাচ্ছেন, সকালে ১৯ তলায় কমন বাথরুমে গিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রথমটায় বিশেষ কেউ আমল দেননি।
কলকাতা: বাথরুমে ঢুকেছিলেন তিনি। সেটাই দেখেছিলেন সহকর্মীরা। কিন্তু তারপর থেকে দীর্ঘক্ষণ তাঁকে দফতরের মধ্যে কেউ দেখতে পাননি। খোঁজ শুরু হয় পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় আধিকারিক-কর্তাদের। তারপর বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চমকে ওঠেন তাঁরা। বাথরুমের প্যানের মধ্যে মুখ চুবিয়ে পড়ে রয়েছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজাম প্যালেসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মীর আজাহার আলি। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। তিনি সিবিআই অফিসে নিরাপত্তার দায়িত্ব সামলাতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কলকাতার আর্মড পুলিশের গার্ড। বৃহস্পতিবার তাঁর নিজাম প্যালেসে ডিউটি ছিল। সহকর্মীরা জানাচ্ছেন, সকালে ১৯ তলায় কমন বাথরুমে গিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রথমটায় বিশেষ কেউ আমল দেননি। ভেবেছিলেন, ভিতরে কারোর বিশেষ প্রয়োজনে দেরি হচ্ছে। কিন্তু দীর্ঘক্ষণ পরও ওই পুলিশ কর্মীকে খুঁজে না পাওয়ায় সন্দেহ হয় বাকিদের।
ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও। দরজা ভেঙে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই পুলিশ কর্মীর।