Biman Banerjee: ‘সরকারি প্রচেষ্টা ছাড়া কিছু পরিবর্তন হয় না’, অভিষেকের সেবাশ্রয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমানের

Abhigyan Naskar | Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 3:51 PM

Biman Banerjee: বেশ কয়েক সপ্তাহ ধরে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব মারাত্মকভাবে প্রকট হয়েছে। অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। প্রকাশ্যেই নানা মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে ফেলেছেন একাধিক তাবড় তাবড় নেতা। এই আবহে বিমানের মন্তব্যে নতুন করে চাপানউতোর।

Biman Banerjee: ‘সরকারি প্রচেষ্টা ছাড়া কিছু পরিবর্তন হয় না’, অভিষেকের সেবাশ্রয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমানের
রাজনৈতিক মহলে শুরু চাপানউতোর
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। “এটা অভিষেকের ব্যক্তিগত উদ্যোগ। এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। সরকার তার নিজের মতো পরিষেবা দেবে। সরকারি প্রচেষ্টা ছাড়া এই ধরনের প্রকল্পে কিছু পরিবর্তন হয় না।” এদিন এ মন্তব্য করতে দেখা যায় বিমানকে। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। প্রসঙ্গত, যাত্রা শুরুর পর থেকেই অভিষেকের সেবাশ্রয় নিয়ে উন্মাদনা ভালই। মানুষের সাড়াও মিলছে। যদিও বিরোধী শিবির থেকে খোঁচা এসেছে।

যদিও বেশ কয়েক সপ্তাহ ধরে তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব মারাত্মকভাবে প্রকট হয়েছে। অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। প্রকাশ্যেই নানা মন্তব্য করে বিতর্ক আরও বাড়িয়ে ফেলেছেন একাধিক তাবড় তাবড় নেতা। এরইমধ্যে বিমানের মন্তব্য বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও অভিষেকের প্রচেষ্টার প্রশংসাও করেন বিমান। 

তবে প্রশংসা করলেও একইসঙ্গে তাঁর মত, “খুবই ভাল প্রচেষ্টা। আমি তাঁকে ধন্যবাদ জানাই। কিন্তু, সরকারি প্রচেষ্টা বাদ দিয়ে এই ধরনের উদ্যোগে সেভারে চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি না।” তাঁর মতে, “সরকারি চিকিৎসা সরকারকেই দায়িত্ব নিয়ে করতে হবে। কোনও ব্যক্তি সরকারি চিকিৎসা দায়িত্ব নিয়ে করবেন, আর তা কতটা সফল হবে তা আমার পক্ষে বলা খুব মুশকিল।”  

Next Article