হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল গত সোমবার বিজেপি ছেড়ে যোগদান করেন তৃণমূলে। আর শাসকদলে যোগ দিতেই বড় পদ পেলেন তাপসী মণ্ডল। তাঁকে রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের চেয়ারম্যান করা হল। বিরোধীদের একাংশ মনে করছেন, তৃণমূলে যোগদানের জন্যই হলদিয়ার বিধায়ককে ‘পুরস্কার’ দিল তৃণমূল। বর্তমানে এই দফরের মন্ত্রী হলেন শশী পাঁজা।
শশী পাঁজা জানিয়েছেন, সাবলম্বন প্রকল্প আছে রাজ্য সরকারের। সেই প্রকল্পের দায়িত্বে থাকা দফতরের চেয়ারম্যান হয়েছেন তাপসী মণ্ডল।
২০২১ সালে বিজেপির টিকিটে হলদিয়া থেকে লড়েছিলেন তাপসী মণ্ডল। তারপর জয়ীও হন তিনি। তবে ক্রমেই দূরত্ব বাড়ছিল তাঁর দলের সঙ্গে। এরপর ১০ মার্চ তৃণমূলের যোগদান করেন তিনি। মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তুলে নেন ঘাসফুলের পতাকা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপসীর এই দলবদল নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, “দল যবে থেকে সার্কুলার জারি করেছে কোনও বিজেপি বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না। সেই দিন থেকে উনি বিজেপির লোগো মুছে ফেলেন।”
এ দিকে, তৃণমূলে যোগ দিয়ে তাপসী মণ্ডল বলেছিলেন, বিভাজনের রাজনীতি তিনি মেনে নিতে পারছেন না। তবে আজ যখন তাপসীকে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ পদে বসাল সেই সময় আবার হলদিয়াতে জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বস্তুত, ২০২১-এর আগে তাপসী ছিলেন সিপিএম। পরে একুশের ভোটের আগে পদত্যাগ করেন তিনি।