e Train Cancellation: এই সপ্তাহে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন পুরো তালিকা - Bengali News | Number of trains cancelled again this week in Asansol division, see the complete list | TV9 Bangla News

Train Cancellation: এই সপ্তাহে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন পুরো তালিকা

Train Cancellation in Asansol: রেলের বিজ্ঞপ্তি বলছে ৩১ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা ধরে আপ-২ ও ডাউন-২ লাইনে কাজ চলবে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত আপ-১ ও ডাউন-১ লাইনে কাজ হবে। তবে রবিবার ১২২৭৪ নিউ দিল্লি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস পাস করার পরেই ট্রাফিক ব্লক করা হবে।

Train Cancellation: এই সপ্তাহে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন পুরো তালিকা
ফের বাতিল লোকাল ট্রেন Image Credit source: TV 9 Bangla GFX

| Edited By: জয়দীপ দাস

Jan 30, 2026 | 9:40 PM

কলকাতা: সপ্তাহান্তে ফের রেল যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। আসানসোল ডিভিশনে চলবে আধুনিকীকরণের কাজ। সেই কাজের জন্যই শনি ও রবিবার বাতিল একাধিক ট্রেন। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও। রেলের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানা হয়েছে। রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশনের সীতারামপুর ও বরাচক সেকশনে ‘অটোমেটিক সিগন্যালিং’ এবং ‘ডুয়াল এমএসডিএসি’ ব্যবস্থা চালু করার জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে। এ জন্যই ট্রাফিক ব্লকের প্রয়োজন রয়েছে। 

রেলের বিজ্ঞপ্তি বলছে ৩১ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা ধরে আপ-২ ও ডাউন-২ লাইনে কাজ চলবে। পাশাপাশি ১ ফেব্রুয়ারি রবিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত আপ-১ ও ডাউন-১ লাইনে কাজ হবে। তবে রবিবার ১২২৭৪ নিউ দিল্লি–হাওড়া দুরন্ত এক্সপ্রেস পাস করার পরেই ট্রাফিক ব্লক করা হবে। 

বাতিল থাকছে কোন কোন ট্রেন?

১. ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকছে আসানসোল – বরকাকানা মেমু প্যাসেঞ্জার (৬৩৫৫৫/৬৩৫৫৬)

২. ১ ফেব্রুয়ারি বাতিল থাকছে বর্ধমান – হাতিয়া মেমু এক্সপ্রেস (১৩৫০৩/১৩৫০৪) ।

৩. ১ ফেব্রুয়ারি বাতিল থাকছে আসানসোল – গয়া মেমু এক্সপ্রেস (১৩৫৪৫/১৩৫৪৬)

৪. ১ ফেব্রুয়ারি বাতিল থাকছে আসানসোল – গোমো মেমু প্যাসেঞ্জার (৬৩৫৪১/৬৩৫৪২)

অন্যদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত হচ্ছে বেশ কিছু ট্রেনের। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বর্ধমান-ঝাঝা মেমু প্যাসেঞ্জার (৬৩৫০৯) আসানসোল স্টেশনে যাত্রা শেষ করবে। ফিরতি পথে ঝাঝা-বর্ধমান মেমু (৬৩৫১০) ঝাঝার পরিবর্তে আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে। অর্থাৎ, ওই দুদিন আসানসোল থেকে ঝাঝার মধ্যে এই ট্রেনটি চলবে না।